আপনার ফোনের ব্যাটারি আদৌ নিরাপদ তো? বুঝবেন কীভাবে....

By Madhuraka Dasgupta
|

স্মার্টফোনের দৌলতে দিন দিন আমরা আরও স্মার্ট হয়ে যাচ্ছি। সত্যি বলতে কি, গোটা দুনিয়া এখন মুঠোফোনে বন্দি। কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি আদৌ নিরাপদ তো? আপনি কি নিশ্চিতভাবে বলতে পারবেন, আপনার হাতের ফোনটি, খারাপ ব্যাটারি থাকার কারণে বিস্ফোরণ হবে না? না ভয় পাবেন না। চিন্তার কোনও কারণ নেই। কারণ এখন আমরা আপনাদের জানাব কীভাবে, কোন পদ্ধতিতে আপনি, আপনার ফোনের ব্যাটারি নিয়ে স্বস্তির নিশ্বাস ফেলবেন।

আপনার ফোনের ব্যাটারি আদৌ নিরাপদ তো? বুঝবেন কীভাবে....

আজকালকার দিনে মানুষের হাতে হাতে ঘুরছে স্মার্টফোন। কিন্তু এই স্মার্টফোনের ব্যাটারি নিয়ে মাঝে মাঝেই বিভিন্ন সমস্যার কথা শোনা যায়। আর খারাপ ব্যাটারির কারণে মোবাইল ফোন বিস্ফোরণ হওয়ার মতো ঘটনাও ঘটে। এখনকার দিনে দাঁড়িয়ে এই মোবাইল বিস্ফোরণের মতো ঘটনা এড়িয়ে যাওয়া যায় না।

ফেসবুকে আপনার ব্যক্তিগত তথ্য সত্যিই গোপন থাকছে তো?

আর এই বিষয়টাই ভাবাচ্ছে, ভয় পাওয়াচ্ছে সাধারণ মানুষকে। স্যামসাং ফোনের ব্যাটারি নিয়ে গ্রাহকদের নানা ধরণের অভিযোগ থাকে। আর সবথেকে বেশি অভিযোগ ওঠে স্যামসাং ফোন বিস্ফোরণ হওয়ার। গ্রাহকরা প্রায়ই অভিযোগ করেন যে, হাতেই বিস্ফোরণ হয়েছে ব্যবহৃত স্যামসাং ফোনের।

কিভাবে চেক করবেন হোয়াট্‌স-অ্যাপে প্রতিটি কনট্যাক্টে আপনি কতগুলি ম্যাসেজ পাঠিয়েছেন

সবথেকে বেশি অভিযোগ আসতে থাকে স্যামসাং গ্যালাক্সি নোট 7 নিয়ে। পরিস্থিতি এমন হয় যে, বাজার থেকে স্যামসাং গ্যালাক্সি নোট 7 তুলে নেওয়ার কথাও ঘোষণা করে কোম্পানি। যেসব গ্রাহকরা ইতিমধ্যেই এই মডেলের ফোন কিনে ফেলেছেন, তাঁদের ফোন এক্সচেঞ্জের কথাও ঘোষণা করা হয়। এই রেশ কাটতে না
কাটতেই এবার নতুন করে একই অভিযোগ উঠল স্যামসাং ফোনের অন্য একটি মডেল নিয়ে। এবারের ফোনের মডেলটি হল স্যামসাং গ্যালাক্সি J5

অভিযোগ যাই উঠুক না কেন, আমাদের কাছে সবথেকে বড় বিষয় হল মানুষের নিরাপত্তা। মানুষ যাতে আর আহত না হন, সেই দিকেই এবার নজর দিতে হবে। আর তাই সাবধানতা অবলম্বন করতে গেলে ফোনের বেশকয়েকটি বিষয়ের ওপর নজর রাখতে হবে। এবার চলুন দেখে নেওয়া যাক সেই পাঁচটি পদ্ধতি, যারমাধ্যমে
আপনি বুঝতে পারবেন যে, আপনার মোবাইল ফোনের ব্যাটারি আদৌ নিরাপদ তো?

ব্যাটারির অতিরিক্ত গরম হয়ে যাওয়া

ব্যাটারির অতিরিক্ত গরম হয়ে যাওয়া

ব্যাটারি খারাপ হওয়ার প্রথম ও প্রধান কারণ হল ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়া। যদি আপনার ফোনটি ব্যবহারের সময় বা ফোন চার্জে বসানোর সময় ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায়, তাহলে বুঝতে হবে এবার সেই ব্যাটারি পরিবর্তনের সময় এসেছে। নাহলে বড় কোনও বিপদ ঘটতে পারে।

নতুন স্মার্টফোন শ্রেষ্ঠ অনলাইন হত্যা জন্য এখানে ক্লিক করুন

স্পিন টেস্ট

স্পিন টেস্ট

আপনার ফোনের ব্যাটারি আদৌ নিরাপদ কীনা, তা জানার সবথেকে সহজ এবং কার্যকরী উপায় হল স্পিন টেস্ট। প্রথমে আপনার ফোনর ব্যাটারিটি একটি সমতল স্থানে রেখে দিন। এরপর হালকা চাপ দিয়ে ব্যাটারিটিকে ঘোরানের চেষ্টা করুন। যদি ব্যাটারিটি ঘুরতে থাকে তাহলে বুঝতে হবে এখনই সেই ব্যাটারি ফেলে দিয়ে নতুন ব্যাটারি কেনা উচিত।

আসল ব্যাটারির ব্যবহার

আসল ব্যাটারির ব্যবহার

আপনি যদি স্যামসাং ফোন ব্যবহার করেন, তাহলে খেয়াল রাখবেন যে ফোনের ব্যাটারি বা চার্জারও যেন অরিজিনাল স্যামসাংয়েরই হয়। অন্য কোম্পানির ব্যাটারি, তার বা চার্জার স্যামসাং ফোনে ব্যবহার করা উচিত নয়। এতে ফোন ভেতরে এবং বাইরে থেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্যামসাংয়ের অরিজিনাল ব্যাটারি ব্যবহার না করলে ব্যাটারি ফুলে যাওয়া বা জ্বলে যাওয়ার মতো ঘটনা ঘটে।

খারাপ ও ফুলে যাওয়া ব্যাটারি

খারাপ ও ফুলে যাওয়া ব্যাটারি

যখন একটি ফোনের ব্যাটারি খারাপ হয়ে যায়, তখন সেই ফোনের ভেতরের সেলগুলো ফেটে গিয়ে ব্যাটারি ফুলে যায়। আপনার ফোনের ব্যাটারি হাতে নিয়ে সেটিকে ওপরে তুলে দেখুন যে আদৌ সেই ব্যাটারির আবরণ স্ফীত হয়ে গেছে কীনা। যদি তা ফুলে গিয়ে থাকে তাহলে আর দেরি না করে, যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্যাটারি পরিবর্তন করুন। তাছাড়া ফোনে ব্যাটারি ঢোকানোর আগে সবসময় সেই ব্যাটারিটি ঠিক আছে কীনা, সেটাও পরীক্ষা করে নেওয়া উচিত।

ব্যাটারি লেভেলের দিকে নজর রাখা

ব্যাটারি লেভেলের দিকে নজর রাখা

যদি আপনি এমন ফোন ব্যবহার করেন, যার ব্যাটারিতে উপরে লেখা পরীক্ষাগুলি সঠিকভাবে করা যাচ্ছেনা, তাহলে সহজ উপায় হল ফোনের ব্যাটারি লেভেলের ওপর নজর রাখা। আপনাকে নজর রাখতে হবে আপনার ফোনে কতক্ষণ চার্জ থাকছে। যদি দেখেন আপনার ফোনের চার্জ দ্রুত কমে যাচ্ছে, তাহলে ব্যাটারির অবস্থা খারাপ।

বেশিরভাগ ফোনেই স্ট্যাটাসবারে ব্যাটারি লেভেলের পার্সেন্টিজ দেওয়া থাকে। যদি দেখেন যে সেভাবে ফোন ব্যবহার না করলেও একঘণ্টার মধ্যে আপনার ফোনের ব্যাটারি ফুলচার্জ থেকে জিরো হয়ে গেছে, তাহলে আর দেরি না করে এখনই আপনার ফোনের ব্যাটারি বদলে ফেলুন।

নতুন স্মার্টফোন শ্রেষ্ঠ অনলাইন হত্যা জন্য এখানে ক্লিক করুন

Best Mobiles in India

Read more about:
English summary
Wondering if your Samsung phone battery is safe or not! Here are 5 ways that will determine if they are okay to use.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X