কিভাবে চেক করবেন হোয়াট্‌স-অ্যাপে প্রতিটি কনট্যাক্টে আপনি কতগুলি ম্যাসেজ পাঠিয়েছেন

By Anindita Sinha
|

আপনি হয়তো প্রতিদিনই হোয়াট্‌স-অ্যাপ ব্যবহার করেন, তবুও আপনি হয়তো এই অ্যাপটির কয়েকটি গোপন ফিচারস সম্বন্ধে অনবগত। এখানে রইল, সে ফিচারটি যেটা কার্যত আপনাকে আপনার পাঠানো বা পাওয়া ম্যাসেজের সংখ্যা চেক করতে দেবে।

কিভাবে চেক করবেন হোয়াট্‌স-অ্যাপে প্রতিটি কনট্যাক্টে আপনি কতগুলি ম্যাসে

আপনি কি জানেন, হোয়াট্‌স-অ্যাপে প্রতিটি কন্ট্যাক্টে আপনার পাঠানো বা পাওয়া ম্যাসেজের সংখ্যা কার্যত আপনি চেক করতে পারেন!

এই ম্যাসেজিং অ্যাপ্লিকেশনটি “স্টোরেজ ইউসেজ” ("Storage Usage") নামের একটি ফিচার নিয়ে এসেছে, যেটি বর্তমানে শুধু iOS –এর অ্যাপেই উপলব্ধ। যদি আপনি কোন নির্দিষ্ট গ্রুপ বা কন্ট্যাক্টের সাথে কতগুলি ম্যাসেজ বিনিময় করেছেন তা জানতে চান তবে, এই “স্টোরেজ ইউসেজ” ফিচারটি কার্যকরী। এই ফিচারটি, ইমেজ, অডিও, ভিডিও-র একটি বিস্তারিত ব্রেকডাউন দেয়।

তাছাড়াও এই ফিচারটির মাধ্যমে হোয়াট্‌স-অ্যাপ ব্যবহারকারীরা, শুধু একে অপরকে পাঠানো ম্যাসেজের সংখ্যাগুলি দেখেই, কে তাদের পছন্দের কন্ট্যাক্ট তা দেখে নিতে পারেন।

দুঃখের কথা এই ফিচারটি অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য উপলব্ধ নয়। যদিও, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও একটি বিকল্প রয়েছে। যদিও এটা একটু কৌশলপূর্ণ হতে পারে, কিন্তু ব্যবহারকারীরা সেই নাম্বরটি দেখে নিতে সক্ষম হবেন।

এই প্রতিবেদনে আমরা শিখে নেবো, কিভাবে iOS ও অ্যান্ড্রয়েড উভয়েরই হোয়াট্‌স-অ্যাপে প্রতিটি কন্ট্যাক্টে পাঠানো ম্যাসেজের সংখ্যা খুঁজে নিতে হয়।

কিভাবে চেক করবেন হোয়াট্‌স-অ্যাপে প্রতিটি কনট্যাক্টে আপনি কতগুলি ম্যাসে

কিভাবে iOS–এ হোয়াট্‌স-অ্যাপে ম্যাসেজের মোট সংখ্যা চেক করবেন
  • হোয়াট্‌স-অ্যাপ লঞ্চ করুন ও সেটিংসে (Gear icon) ট্যাপ করুন
  • অ্যাকাউন্টে ট্যাপ করুন
  • স্টোরেজ ইউসেজে ট্যাপ করুন
  • ডাটা সাইজ ও কনভারসেশন হিস্ট্রির ওপর নির্ভর করে ইনফরমেশন লোড হতে কিছুটা সময় নিতে পারে।
কিভাবে চেক করবেন হোয়াট্‌স-অ্যাপে প্রতিটি কনট্যাক্টে আপনি কতগুলি ম্যাসে

হোয়াট্‌স-অ্যাপ ম্যাসেজের মোট সংখ্যা স্ক্রিনের উপরের দিকে দেখা যাবে এবং প্রতিটি কন্ট্যাক্টের অন্তর্ভূক্ত ম্যাসেজের মোট সংখ্যা, কন্ট্যাক্টের নাম ও নাম্বারের সাথে দেখা যাবে।
কিভাবে চেক করবেন হোয়াট্‌স-অ্যাপে প্রতিটি কনট্যাক্টে আপনি কতগুলি ম্যাসে

বিস্তারিত দেখার জন্য আপনি যে কোন কন্ট্যাক্টের ওপর ট্যাপ করতে পারেন। এতে দেখা যাবে, চ্যাট হিস্ট্রিতে কতগুলি ম্যাসেজেস, ভিডিওস, কন্ট্যাক্টস, অডিও, লোকেশন, ডকুম্যান্টস ও ইমেজেস অন্তর্ভূক্ত রয়েছে এবং ঐ ম্যাসেজগুলি কতোটা জায়গা বা স্টোরেজ দখল করে রেখেছে।

উপরন্তু, আপনি যদি স্টোরেজ ইউসেজ জানতে চান, তবে আপনাকে শুধু সাইজ ট্যাব (নিচে অবস্থিত) সিলেক্ট করতে হবে এবং এটি হোয়াট্‌স-অ্যাপ ম্যাসেঞ্জার অ্যাপের টোটাল স্টোরেজ ইউসেজ ও একই সাথে প্রতিটি চ্যাট কন্ট্যাক্টের দ্বারা ব্যবহৃত স্টোরেজও দেখিয়ে দেবে।

কিভাবে চেক করবেন হোয়াট্‌স-অ্যাপে প্রতিটি কনট্যাক্টে আপনি কতগুলি ম্যাসে

কিভাবে অ্যানড্রয়েডের হোয়াট্‌স-অ্যাপে ম্যাসেজের মোট সংখ্যা চেক করবেন

১. হোয়াট্‌স-অ্যাপ লঞ্চ করুন এবং সেই ব্যক্তিটিকে সিলেক্ট করুন যার ম্যাসেজ কাউন্টটি প্রয়োজন।

২. অপশন>মোর>ইমেইল চ্যাট-এ (options->more->Email chat) যান।

৩. অ্যাটাচ উইদাউট মিডিয়াতে (Attach without media) ক্লিক করুন।

৪. আপনার ইমেইল আইডি লিখুন। (আপনি এই ইমেল আইডিতে টেক্সট ফরমেটে সমগ্র হোয়াটসঅ্যাপ চ্যাটের লিস্ট পেয়ে যাবেন)।

৫. আপনার ইমেইল অ্যাকাউন্টে যান ও চ্যাটটি ডাউওনলোড করুন।

৬. সমগ্র বিষয়বস্তুটি নোটপ্যাডে++ (notepad ++)-এ কপি করে নিন।

তাহলে এখন আপনি এর থেকে একটা ম্যাট্রিক্সের লগ পেতে পারবেন।

"am - " টার্মটি দিয়ে সার্চ করুন এবং প্রতি ব্যক্তি ভিত্তিক গননা পেতে "pm - " টার্মটি দিয়ে সার্চ করুন ও শেষমেশ দুটোকেই যোগ করে নিন। এটা আপনার ও প্রাপকের মধ্যে বিনিময় করা মোট ম্যাসেজের সংখ্যা দিয়ে দেবে।

Best Mobiles in India

English summary
Using WhatsApp frequently? You can now check how many messages you have exchanged with a particular contact or group.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X