সহজেই বদলে ফেলুন উইন্ডোজ কম্পিউটারের কারশার

নিজের কম্পিউটারে মাউস কারশার বদলাতে ফলো করুন এই ৬টি স্টেপ।

|

নিজের উইন্ডোজ কম্পিউটারে ওই একই মাউস পয়েন্টারটি বদলানোর কথা আপনার মাথায় এসেছে কখনো? যদি হ্যাঁ হয় তবে বসে পরুন কম্পউটারের সামনে আর ফলো করতে থাকুন নিচের স্টেপগুলি।

 
উইন্ডোজে কারশার কারশার বদলানোর সহজ উপায়

আপনি যদি নতুন কম্পিউটার ব্যাবহার শুরু করেন তবে তাহলে আপনি কারশারের রঙ, সাইজ বদলে ফেলতে পারেন। এছাড়াও আপনি যদি নিজের কারশারটিকে মনের মতো করতে চান তাহলে ফলো করতে থাকুন নিচের স্টেপগুলি,

 
উইন্ডোজে কারশার কারশার বদলানোর সহজ উপায়

স্টেপ ১: স্টার্ট এ ক্লিক করে সার্চ অপশানে 'Mouse’ টাইপ করুন।

স্টেপ ২: এবার Mouse & Touchpad settings এ ক্লিক করে Additional mouse option টি সিলেক্ট করুন।

উইন্ডোজে কারশার কারশার বদলানোর সহজ উপায়

স্টেপ ৩: Pointers ট্যাবে ক্লিক করে ড্রপডাউন মেনুটি খুলুন।

স্টেপ ৪: এখানে ইউনাইটেড স্ট্যাটিক ও অ্যানিমেটেড কালেকশানের যেকনো ছবি আপনি মাউস পয়েন্টার হিসাবে ব্যাবহার করতে পারেন।

উইন্ডোজে কারশার কারশার বদলানোর সহজ উপায়

স্টেপ ৫: পছন্দমতো কারশারটি সিলেক্ট করার আগে প্রিভিউ দেখে নিতে পারবেন। এছাড়াও যাদের সাদা কারশার স্ক্রিনে খুঁজে পেতে সমস্যা হয় তারা ইনভার্টেড কালার স্কিম ব্যাবহার করে দেখতে পারেন।

স্টেপ ৬: আপনি যদি একের বেশী কারশারের ডিজাইন চেঞ্জ করতে চান তবে আপনি customize options এ সেটি সিলেক্ট করতে পারবেন। এছাড়াও আপনি যদি আপনার মনের কতো কোনো ছবি কারশার হিসাবে ব্যাবহার করতে ছান তবে ব্রাউজ অপশানে গিয়ে আপনার কম্পিউটার থেকে ছবিটি সিলেক্ট করতে হবে। আর তাই অবশ্যই সেই ছবিটিকে থাকতে হবে আপনার কম্পিউটারের হার্ডডিস্কে।

Best Mobiles in India

English summary
Have you ever thought of changing the mouse pointer on your screen? If yes, then cheers. Windows OS do have the option to change the looks of the cursor as per customers preferences.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X