ঘোষণা হলো মেটাল বডি স্মার্টফোন মোটোরলা মোটো ই৪ প্লাস : সঙ্গে হদিস রইলো আরও কয়েকটি মেটাল বডির স্মার্টফোনের

কম দামে মেটালিক প্রিমিয়াম লুকের ফোন বাজারে আনছে মোটোরলা। কিন্তু কেনার আগে দেখে নিতে হবে বাজারের অন্য বাজেট মেটালিক বডির ফোনগুলি।

|

দুটি নতুন বাজেট স্মার্টফোন মোটো ই৪ আর মোটো ই৮ প্লাস এর ঘোষনা করলো মোটোরলা। গত বাজেট স্মার্টফোনের বাজারের একটা বড় শেয়ার ধরে রেখেছে মোটোরলা। তাদের বাজেট স্মার্টফোন লাইনআপ এ নতুন সংযোজন ই৪ আর ই৪ প্লাস। রেডমি, হুএই এর মতো ব্র্যান্ড গুলি বহুদিন আগেই কম দামে প্রিমিয়াম লুকের মেটালিক বডির স্মার্টফোন এনে গ্রাহকদের মন জয় করেছে। ই৪ আর ই৪ প্লাস লঞ করে সেই দলেই নাম লেখাচ্ছে মোটো।

ঘোষণা হলো মেটাল বডি স্মার্টফোন মোটোরলা মোটো ই৪ প্লাস

মোটো ই৪ আর মোটো ই৪ প্লাস এ আছে স্ন‍্যাপড্রাগন ৪২৭ চিপসেট আর অ্যানড্রয়েড ৭.০ (নোগাট) অপারেটিং সিস্টেম। দুটি ফোনের উপরেই লাগানো থাকবে ওয়াটার রেপিল্যান্ট একটি বিশেষ কোটিং। কোয়ালকম ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে এই ফোনে, যার সাহাজ্যে তাড়াতাড়ি চার্জ করা যাবে ফোন দুটি।

এত কম দামে প্রিমিয়াম মেটাল বডি ফিনিশ ফোনটির ইউ এস পি। তাই দেখে নেওয়া যাক বাজারে পাওওা যায় এমন কিছু বাজেট মেটাল বডি ফোন

শাওমি রেডমি নোট ৪

শাওমি রেডমি নোট ৪

দাম ১০,৯৯৯ টাকা

স্পেসিফিকেশন

  • ৫.৫ ইঞ্চি (১৯২০x ১০৮০ পিক্সেল) ফুল এইচডি ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে।
  • অক্টাকোর স্ন‍্যাপড্রাগন ৬২৫ প্রসেসর, সাথে এদ্রিনো ৫০৬ জিপিউ।
  • ২ / ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • ৪জিবি র‍্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি।
  • অ্যানড্রয়েড ৬.০.১ (মার্শমেলো), এম আই ইউ আই ৮।
  • হাইব্রিড ডুয়াল সিম (মাইক্রো + ন্যানো / মাইক্রো এসডি )।
  • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
  • ৫ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
  • ৪জি ভিওএলটিই।
  • ৪১০০ এমএএইচ ব্যাটারী।
  •  

    লেনোভো কে ৬ নোট
     

    লেনোভো কে ৬ নোট

    দাম ১৩,৭৯৯ টাকা

    স্পেসিফিকেশন

    • ৫.৫ ইঞ্চি (১৯২০x ১০৮০ পিক্সেল) ফুল এইচডি আই পি এস ডিসপ্লে।
    • অক্টাকোর স্ন‍্যাপড্রাগন ৪৩০ প্রসেসর, সাথে এদ্রিনো ৫০৫ জিপিউ।
    • ৩/ ৪ জিবি র‍্যাম।
    • ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
    • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি।
    • অ্যানড্রয়েড ৬.০.১ (মার্শমেলো)।
    • হাইব্রিড ডুয়াল সিম (মাইক্রো + ন্যানো / মাইক্রো এসডি )।
    • ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
    • ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
    • ৪জি ভিওএলটিই।
    • ৪০০০ এমএএইচ ব্যাটারী।
    •  

      রেডমি ৪

      রেডমি ৪

      দাম ৬,৯৯৯ টাকা

      স্পেসিফিকেশন

      • ৫ ইঞ্চি এইচডি আই পি এস ডিসপ্লে।
      • অক্টাকোর স্ন‍্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর।
      • ২ / ৩/৪ জিবি র‍্যাম।
      • ১৬/৩২/৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
      • অ্যানড্রয়েড ৬.০.১ (মার্শমেলো), এম আই ইউ আই ৮।
      • হাইব্রিড ডুয়াল সিম (মাইক্রো + ন্যানো / মাইক্রো এসডি )।
      • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
      • ৫ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
      • ৪জি।
      • ৪১০০ এমএএইচ ব্যাটারী।
      •  

        স‍্যামসাং গ্যালাক্সি জে ২ ২০১৬

        স‍্যামসাং গ্যালাক্সি জে ২ ২০১৬

        দাম ৮,৩০০ টাকা

        স্পেসিফিকেশন

        • ৫ ইঞ্চি (১২৮০x ৭২০ পিক্সেল) এইচডি সুপার এমোলেড ডিসপ্লে।
        • ১.৫ গিগাহার্জ কোয়াড কোর স্প্রেডট্রাম এস সি ৮৮৩০ প্রসেসর সাথে মালি ৪০০ পি২ গিপিইউ ।
        • ১.৫ জিবি র‍্যাম।
        • ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
        • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি।
        • অ্যানড্রয়েড ৬.০ (মার্শমেলো)।
        • ডুয়াল সিম ।
        • ৮ মেগাপিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা।
        • ৫ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
        • ৪জি এলটিই।
        • ২৬০০ এমএএইচ ব্যাটারী।
        •  

          লেনোভো কে ৬ পাওয়ার

          লেনোভো কে ৬ পাওয়ার

          দাম ৯,৯৯৯ টাকা

          স্পেসিফিকেশন

          • ৫ ইঞ্চি (১৯২০x ১০৮০ পিক্সেল) ফুল এইচডি আই পি এস ডিসপ্লে।
          • অক্টাকোর স্ন‍্যাপড্রাগন ৪৩০ প্রসেসর, সাথে এদ্রিনো ৫০৫ জিপিউ।
          • ৩ জিবি র‍্যাম।
          • ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
          • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যানডেবেল মেমোরি।
          • অ্যানড্রয়েড ৬.০.১ (মার্শমেলো)।
          • হাইব্রিড ডুয়াল সিম (মাইক্রো + ন্যানো / মাইক্রো এসডি )।
          • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
          • ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
          • ৪জি ভিওএলটিই।
          • ৪০০০ এমএএইচ ব্যাটারী।
          •  

            স‍্যামসাং গ্যালাক্সি অন ৭ প্রো

            স‍্যামসাং গ্যালাক্সি অন ৭ প্রো

            দাম ৭,৬৯০ টাকা

            স্পেসিফিকেশন

            • ৫.৫ ইঞ্চি টি এফ টি ডিসপ্লে।
            • ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর।
            • ২ জিবি র‍্যাম।
            • ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
            • ডুয়াল মাইক্রো সিম ।
            • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, সাথে রিয়ার ফ্ল্যাশ।
            • ৫ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
            • ৪জি এলটিই / ওয়াই ফাই।
            • ব্লুটুথ ৪.১
            • ৩০০০ এমএএইচ ব্যাটারী।
            •  

              কুলপ্যাড নোট ৫

              কুলপ্যাড নোট ৫

              দাম ৯,৯৯৯ টাকা

              স্পেসিফিকেশন

              • ৫.৫ ইঞ্চি (১৯২০x ১০৮০ পিক্সেল) ফুল এইচডি ফুললি ল্যামিনেটেড ডিসপ্লে, স্ক্র্যাচ রেসিসট্যান্ট গ্লাস প্রোটেকসান ।
              • ১.৫ গিগাহার্জ অক্টাকোর স্ন‍্যাপড্রাগন ৬১৭ প্রসেসর, সাথে এদ্রিনো ৪০৫ জিপিউ।
              • ৪ জিবি র‍্যাম।
              • ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
              • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৬৪ জিবি পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি।
              • অ্যানড্রয়েড ৬.০.১ (মার্শমেলো)।
              • হাইব্রিড ডুয়াল সিম (মাইক্রো + ন্যানো / মাইক্রো এসডি )।
              • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
              • ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
              • ৪জি ভিওএলটিই।
              • ৪০১০ এমএএইচ ব্যাটারী।
              •  

                প্যানাসোনিক ইলুগা রে এস্ক

                প্যানাসোনিক ইলুগা রে এস্ক

                দাম ৮,৯৯৯ টাকা

                স্পেসিফিকেশন

                • ৫.৫ ইঞ্চি এইচ ডি ডিসপ্লে।
                • মিডিয়াটেক এমটিকে এমটি৬৭৩৭ প্রসেসর।
                • ৩ জিবি র‍্যাম।
                • ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
                • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৬৪ জিবি পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি।
                • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
                • ৫ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
                • ৪০০০ এমএএইচ পলিমার ব্যাটারী।
                •  

                  স‍্যামসাং গ্যালাক্সি জে ৩ প্রো

                  স‍্যামসাং গ্যালাক্সি জে ৩ প্রো

                  দাম ৭,৯৯৯ টাকা

                  স্পেসিফিকেশন

                  • ৫ ইঞ্চি (১২৮০x ৭২০ পিক্সেল) এইচডি সুপার এমোলেড ডিসপ্লে।
                  • ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর।
                  • ২ জিবি র‍্যাম।
                  • ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
                  • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি।
                  • অ্যানড্রয়েড ৫.১ (ললিপপ)।
                  • ৮ মেগাপিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা, সাথে এলইডি ফ্ল্যাশ।
                  • ৫ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
                  • ৪জি এলটিই।
                  • ২৬০০ এমএএইচ ব্যাটারী।
                  •  

Best Mobiles in India

English summary
Given that the Moto E4 and E4 Plus are affordable smartphones with a metal build, we have listed some of the other metal body smartphones those might face the threat due to the latest market entrants.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X