নোকিয়া, স্যামসাং, মোটোরোলা, ওয়ানপ্লাস নাকি অ্যাপেলের আইফোন! কোন কোম্পানির ফোন সবথেকে বেশি জায়গা পেয়েছে মানুষের মনে? আসুন জেনে নিই

By Madhuraka Dasgupta
|

আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে স্মার্টফোন। শুধু যোগাযোগ নয়, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউসিং, ক্লাউডে তথ্য সংরক্ষণ সহ বিভিন্ন কাজে এখন ব্যবহৃত হচ্ছে মোবাইল ফোন। কিন্তু বছরভর বিভিন্ন স্মার্টফোন বাজারে এসেছে। সারাবছর ধরে লঞ্চ করেছে একের পর এক নতুন ডিজাইন আর আপডেটেড
ফিচার্সের স্মার্টফোন। আর রকমারি ফিচার্সের আশায় নতুন নতুন মডেলের ফোন কেনার দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ।

 
নোকিয়া, স্যামসাং, মোটোরোলা, ওয়ানপ্লাস নাকি অ্যাপেলের আইফোন! কোন

তবে রকমারি হ্যান্ডসেটের ভিড়ে পছন্দসই ডিভাইসটি বেছে নেওয়াই দুষ্কর। কারণ এখন প্রায় প্রতি সপ্তাহে নতুন মডেলের ফোন বাজারে লঞ্চ হয়। তবে নানা ডিজাইনের নতুন নতুন ফিচার্সের ফোন বাজারে এলেও সব ফোন কিন্তু সমানভাবে জনপ্রিয় হয়না। কিছু সংখ্যক ফোন বাজারে ভালো ব্যবসা করে এবং হেডলাইনে
জায়গা করে নেয়। বাকি ফোনের ডিজাইন বা ফিচার্সের কথা সেভাবে মানুষের মনেও থাকেনা।

ગુગલ ક્રોમ ની ટેબ્સ અને હિસ્ટ્રી ને બીજા બંધ ડિવાઈઝ પર સિન્ક કરવા માટે ની 5 ટ્રિક્સ

নোকিয়া, স্যামসাং, অ্যাপেল সেই জনপ্রিয় প্রোডাক্টের তালিকায় পড়ে, যার হ্যান্ডসেট মানুষ সবথেকে বেশি পছন্দ করেন। তবে এছাড়াও বাজারে আরও বেশকিছু কোম্পানির ফোন আছে, যা মানুষের মনে জায়গা করে নিয়েছে। আজ এই প্রতিবেদনে আমরা সেই সমস্ত স্মার্টফোনের তালিকা তৈরি করেছি যা বাজারে সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে। আসুন দেখে নেওয়া যাক, কোন কোন স্মার্টফোনের চাহিদা সবথেকে বেশি।

Nokia P1

Nokia P1

প্রধান বৈশিষ্ট্য


* 5.3 ইঞ্চি (1920×1080 পিক্সেলস) ফুল HD শার্প IGZO 120Hz ডিসপ্লে উইথ কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন

* অক্টা-কোর স্ন্যাপড্রাগন 835 প্রসেসর উইথ অ্যাড্রেনো 540 GPU

* 6GB, 128GB/256GB ইন্টারনাল মেমোরি

* মাইক্রোএসডি সমেত 256GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 7.0 (নৌগাত)

* 22.6 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা

* ফ্রন্ট-ফেসিং ক্যামেরা

* ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP55/IP57 রেটিংস

* আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

* 4G LTE

* 3500mAh ব্যাটারি উইথ ক্যুইক চার্জ 4

 

OPPO F3 Plus

OPPO F3 Plus

দাম - 30,990 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 6 ইঞ্চি (1080x1920 পিক্সেলস) ফুল HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে

* অক্টা-কোর স্ন্যাপড্রাগন 653 প্রসেসর উইথ অ্যাড্রেনো 510 GPU

* 4GB র‍্যাম

* 64GB ইন্টারনাল মেমোরি

* মাইক্রোএসডি সমেত 256GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* হাইব্রিড ডুয়েল সিম (ন্যানো + ন্যানো/মাইক্রোএসডি)

* অ্যান্ড্রয়েড 6.0.1 (মার্শমেলো), সঙ্গে ColorOS 3.0

* 16 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা

* 4G VoLTE

* 4000mAh ব্যাটারি উইথ VOOC ফ্ল্যাশ চার্জ

 

Xiaomi Redmi 4a
 

Xiaomi Redmi 4a

দাম - 8,249 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

 

* 15 ইঞ্চি (1280x720 পিক্সেলস) HD আইপিএস ডিসপ্লে

* 1.4GHz কোয়াড-কোর স্ন্যাপড্রাগন 425 প্রসেসর উইথ 500MHz অ্যাড্রেনো 308 GPU

* 2GB র‍্যাম

* 16GB ইন্টারনাল স্টোরেজ

* মাইক্রোএসডি সমেত 128GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* MIUI 8 বেসড অন অ্যান্ড্রয়েড 6.0 (মার্শমেলো)

* হাইব্রিড ডুয়েল সিম (মাইক্রো + ন্যানো/মাইক্রোএসডি)

* 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা উইথ PDAF

* 5 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা

* ইনফ্র্যারেড সেন্সর

* 4G VoLTE

* 3030mAh (মিনিমাম) / 3120mAh (টিপিক্যাল)

 

Samsung Galaxy J7 Prime

Samsung Galaxy J7 Prime

দাম - 15,900 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5.5 ইঞ্চি (1920x1080 পিক্সেলস) ফুল HD TFT ডিসপ্লে উইথ 2.5D কর্নিং গোরিলা গ্লাস 4 প্রোটেকশন

* 1.6GHz অক্টা-কোর Exynos 7870 প্রসেসর

* 3GB র‍্যাম

* 16GB ইন্টারনাল মেমোরি

* মাইক্রোএসডি সমেত 256GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 6.0 (মার্শমেলো)

* ডুয়েল সিম

* 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ, f/1.9 অ্যাপার্টার

* 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেপা উইথ f/1.9 অ্যাপার্টার

* ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

* 4G LTE

* 3300mAh ব্যাটারি

 

Xiaomi Redmi Note 4

Xiaomi Redmi Note 4

দাম - 10,999 টাকা

প্রধান বৈশিষ্ট্য

* 5.5 ইঞ্চি (1920x1080 পিক্সেলস) ফুল HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে

* 2GHz অক্টা-কোর স্ন্যাপড্রাগন 625 14nm প্রসেসর উইথ অ্যাড্রেনো 506 GPU

* 2GB/3GB র‍্যাম উইথ 32GB স্টোরেজ (eMMC 5.0)

* 4GB র‍্যাম উইথ 64GB স্টোরেজ (eMMC 5.0)

* মাইক্রোএসডি সমেত 128GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* MIUI 8 বেসড অন অ্যান্ড্রয়েড 6.0 (মার্শমেলো)

* হাইব্রিড ডুয়েল সিম (মাইক্রো + ন্যানো/মাইক্রোএসডি)

* 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা উইথ PDAF

* 5 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা

* ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্র্যারেড সেন্সর

* 4G VoLTE

* 4000mAh (মিনিমাম) / 4100mAh (টিপিক্যাল) ব্যাটারি

 

iPhone 7

iPhone 7

দাম - 49,999 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

 

* 4.7 ইঞ্চি (1334x750 পিক্সেলস) IPS 326 ppi ডিসপ্লে, 1400:1 কনট্রাস্ট রেটিও, 3D টাচ

* কোয়াড-কোর A10 ফিউশন 64-বিট প্রসেসর উইথ সিক্স-কোর GPU, M10 মোশন কো-প্রসেসর

* 2GB র‍্যাম

* 32GB,128GB এবং 256GB স্টোরেজ অপশনস

* iOS 10

* জল এবং ধুলো প্রতিরোধক (IP67)

* 12 মেগাপিক্সেল মেইন ক্যামেরা

* 7 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

* টাচআইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পিকার্স

* 4G VoLTE

* 1960mAh বিল্ট-ইন ব্যাটারি

 

Motorola Moto G5 Plus

Motorola Moto G5 Plus

দাম - 14,999 টাকা

প্রধান বৈশিষ্ট্য 

* 5.2 ইঞ্চি (1920x1080 পিক্সেলস) ফুল HD ডিসপ্লে উইথ কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন

* 2GHz অক্টা-কোর স্ন্যাপড্রাগন 625 প্রসেসর উইথ অ্যাড্রেনো 506 GPU

* 3GB র‍্যাম উইথ 16GB স্টোরেজ

* 4GB র‍্যাম উইথ 32GB স্টোরেজ

* মাইক্রোএসডি সমেত 128GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 7.0 (নৌগাত)

* ডুয়েল সিম

* 12 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা উইথ ডুয়েল-টোন LED ফ্ল্যাশ

* 5 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা

* জল প্রতিরোধক ন্যানো-কোটিং

* ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

* 4G VoLTE

* 3000mAh ব্যাটারি উইথ টার্বো চার্জিং

 

Samsung Galaxy S8

Samsung Galaxy S8

প্রধান বৈশিষ্ট্য -

* 5.8 ইঞ্চি কোয়াড HD + (2560×1440 পিক্সেলস) কার্ভড সুপার অ্যামোলেড প্রেসার সেন্সেটিভ ডিসপ্লে

* অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 835 উইথ অ্যাড্রেনো 540 GPU

* অক্টা-কোর স্যামসাং Exynos 9 সিরিজ 8895 প্রসেসর উইথ মালি-G71 MP20 GPU

* 4GB র‍্যাম

* 64GB ইন্টারনাল মেমোরি

* মাইক্রোএসডি সমেত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 7.0 (নৌগাত)

* ডুয়েল সিম

* 12 মেগাপিক্সেল ডুয়েল পিক্সেল রেয়ার ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ, f/1.7 অ্যাপার্টার

* 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, f/1.7 অ্যাপার্টার

* হার্ট রেট সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইরিশ স্ক্যানার, ব্যারোমিটার

* জল এবং ধুলো প্রতিরোধক IP68 রেটিংস

* 4G VoLTE

* 3000mAh ব্যাটারি

 

Samsung Galaxy A5 (2017)

Samsung Galaxy A5 (2017)

দাম - 28,990 টাকা

প্রধান বৈশিষ্ট্য 

* 5.2 ইঞ্চি (1920×1080 পিক্সেলস) ফুল HD সুপার অ্যামোলেড ডিসপ্লে

* 1.87GHz অক্টা-কোর Exynos 7880 প্রসেসর উইথ মালি-T830 GPU

* 3GB র‍্যাম

* 32GB ইন্টারনাল স্টোরেজ

* মাইক্রোএসডি সমেত 256GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 6.0 (মার্শমেলো)

* ডুয়েল সিম (ন্যানো + ন্যানো)

* 16 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ

* 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

* ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জল প্রতিরোধক বডি

* 4G VoLTE

* 3000mAh ব্যাটারি, দ্রুত চার্জিংয়ের সুবিধা

 

Samsung Galaxy S7 edge

Samsung Galaxy S7 edge

দাম - 43,299 টাকা

প্রধান বৈশিষ্ট্য 

* 5.5 ইঞ্চি কোয়াড HD (2560×1440 পিক্সেলস) 534 PPI সুপার অ্যামোলেড কার্ভড এজ ডিসপ্লে

* অক্টা-কোর Exynos 8 অক্টা 8890 (2.3GHz কোয়াড + 1.6GHz কোয়াড) প্রসেসর

* 4GB LPDDR4 র‍্যাম

* 32/64GB ইন্টারনাল মেমোরি

* মাইক্রোএসডি সমেত 200GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 6.0 (মার্শমেলো)

* হাইব্রিড সিম (ন্যানো + ন্যানো/মাইক্রোএসডি)

* 12 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ

* 5 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, f/1.7 অ্যাপার্টার

* হার্ট রেট সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যারোমিটার

* জল এবং ধুলো প্রতিরোধক IP68 রেটিংস

* 4G LTE

* 3600mAh ব্যাটারি

 

OnePlus 3T

OnePlus 3T

দাম - 29,999 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5.5 ইঞ্চি (1920×1080 পিক্সেলস) ফুল HD অপটিক অ্যামোলেড ডিসপ্লে উইথ 2.5D কার্ভড কর্নিং গোরিলা গ্লাস 4 প্রোটেকশন

* 2.35GHz কোয়াড-কোর স্ন্যাপড্রাগন 821 64-বিট প্রসেসর উইথ অ্যাড্রেনো 530 GPU

* 6GB LPDDR4 র‍্যাম

* 64GB/128GB (UFS 2.0) স্টোরেজ

* অ্যান্ড্রয়েড 6.0.1 (মার্শমেলো) সঙ্গে অক্সিজেন OS

* ডুয়েল ন্যানো সিম স্লটস

* 16 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ, সোনি IMX298 সেন্সর

* 16 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা

* ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

* বটম-ফেসিং স্পিকার, নয়েজ ক্যানসেলশনের জন্য ডুয়েল মাইক্রোফোন

* 4G LTE উইথ VoLTE

* 3400mAh ব্যাটারি উইথ ড্যাশ চার্জ

 

Oppo F1s

Oppo F1s

দাম - 15,999 টাকা

প্রধান বৈশিষ্ট্য

* 5.5 ইঞ্চি (1280x720 পিক্সেলস) HD IPS ডিসপ্লে উইথ কর্নিং গোরিলা গ্লাস 4 প্রোটেকশন

* 1.5 GHz অক্টা-কোর মেডিয়াটেক MT6750 64-বিট প্রসেসর উইথ মালি T860 GPU

* 3GB র‍্যাম

* 32GB ইন্টারনাল মেমোরি

* মাইক্রোএসডি সমেত 128GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 5.1 (ললিপপ) উইথ ColorOS 3.0

* ডুয়েল (ন্যানো) সিম

* 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা

* 16 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা

* ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

* 4G

* 3075mAh ব্যাটারি

 

Apple iPhone 7 Plus

Apple iPhone 7 Plus

দাম - 61,999 টাকা

প্রধান বৈশিষ্ট্য 

* 5.5 ইঞ্চি (1920x1080 পিক্সেলস) IPS 401ppi ডিসপ্লে, 1300:1 কন্ট্রাস্ট রেটিও, 3D টাচ

* কোয়াড-কোর A10 ফিউশন 64-বিট প্রসেসর উইথ সিক্স-কোর GPU, M10 মোশন কো-প্রসেসর

* 3GB র‍্যাম

* 32GB,128GB এবং 256GB স্টোরেজ অপশনস

* iOS 10

* জল এবং ধুলো প্রতিরোধক (IP67)

* 12 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল(f/1.8) এবং টেলিফটো(f/2.8) ক্যামেরা

* 7 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উইথ f/2.2 অ্যাপার্টার, 1080p ভিডিও রেকর্ডিং, রেটিনা ফ্ল্যাশ

* টাচআইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পিকার্স

* 4G VoLTE

* 2,900mAh ব্যাটারি

 

Best Mobiles in India

English summary
To find out, you can scroll down and check. We have compiled a comprehensive list of the most searched smartphones in India. These are the models that have created a huge interest among the Indian consumers

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X