একসময়ের জনপ্রিয় নোকিয়া ফোনের মডেল কিনতে চান? এখনও পাওয়া যায় এদেশের বাজারে... দেখে নিন সেই লিস্ট

By Madhuraka Dasgupta
|

নতুন মোবাইল ফোন কিনবেন ভাবছেন? কিন্তু যখনই আপনি বাজারে নতুন লঞ্চ হওয়া ফোনের তালিকা দেখছেন, মাথায় ঘোরাফেরা করতে শুরু করছে বেশ কয়েকটি বিষয়। প্রথমত ফোনের দাম, দ্বিতীয়ত ফোনের ব্যাটারি ব্যাকআপ। কারণ দাম দিয়ে আপনি একটা ফোন কিনলেন, তারপর ব্যবহার করতে গিয়ে দেখলেন ফোনে চার্জ থাকছে না বেশিক্ষণ।

 
একসময়ের জনপ্রিয় নোকিয়া ফোনের মডেল কিনতে চান? এখনও পাওয়া যায় এদেশের বাজ

বারবার ফোন চার্জ দিতে বিরক্তিই লাগে। তখনই মনে পড়ে যায়, "পুরনো সেই দিনের কথা"! সেই যখন আপনি প্রথম প্রথম নোকিয়ার মোবাইল ফোন ব্যবহার করতেন আর একবার চার্জ দিলেই দুদিন চলে যেত। সেইসব পুরনো কিছু নোকিয়া ফোনের মডেল কিন্তু এখনও পাওয়া যায় এদেশের বাজারে। আমরা হাজির হয়েছি এরকমই কিছু পুরনো জনপ্রিয় নোকিয়া ফোনের লিস্ট নিয়ে।

একসময় মোবাইল ফোন বললে প্রথমেই মাথায় আসত নোকিয়ার নাম। অ্যাপল এবং স্যামসাংয়ের বাজার দখলের আগে নোকিয়ার ফোনগুলোই তুমুল জনপ্রিয় হয়েছিল সাধারণ মানুষের কাছে। এখন যাঁরা মোবাইল ফোন ব্যবহার করছেন, তাঁদের বেশিরভাগই কোনও না কোনও সময় নোকিয়া ফোন ব্যবহার করতেন। কিন্তু
ধীরে ধীরে স্মার্টফোনের বিপ্লবে প্রতিযোগিতার বাজারে ক্রমেই পিছিয়ে পড়ে একসময় মোবাইল রাজত্বে একাধিপত্য করা নোকিয়া।

আপনার গুগল পিক্সেল ফোন, সেটিংসের পরিবর্তনে হয়ে উঠুক আরও স্মার্ট

অ্যান্ড্রয়েড বা আইফোনের সঙ্গে তুলনা করলে খুব কম সংখ্যক মানুষই আছেন যাঁরা এখনও নোকিয়া ফোন ব্যবহার করেন। কিন্তু আজও সাধারণ মানুষের কাছে সমানভাবে প্রাসঙ্গিক এবং জনপ্রিয় 'নোকিয়া' ব্র্যান্ড। আর তাই ঘুরে দাঁড়াতে সবরকম প্রস্তুতি নিয়েছে এই কোম্পানি। নতুন রূপে বাজারে আসতে চলেছে
নোকিয়ার অ্যান্ড্রয়েড ফোন - নোকিয়া 3, নোকিয়া 5, নোকিয়া 6 এবং রিলঞ্চ হওয়া নোকিয়া 3310। নোকিয়ার ফোনপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ফোনের জন্য।

তবে এই নতুন ফোনগুলি ছাড়াও বেশকিছু আইকনিক নোকিয়া ফোন আছে, যা আজও নোকিয়ার ফোনপ্রেমীদের মনে জায়গা করে রয়েছে। আজও নোকিয়া কোম্পানির নাম শুনলেই সেই ফোনগুলির কথাই বারবার তাঁদের আলোচনায় ঘুরেফিরে আসে। যেহেতু এখন পরিমার্জিত মোবাইল ফোনের বাজার দিন দিন
বাড়ছে, তাই আমরাও পরিমার্জিত নোকিয়া ফোনের একটি লিস্ট তৈরি করে ফেলেছি যেটা আপনি এখনই কিনতে পারবেন। লিস্টে নোকিয়ার কয়েকটি ক্লাসিক মডেল রয়েছে যেটা আমরা কোনওদিনই ভুলতে পারবনা।

এই পরিমার্জিত নোকিয়া ফোনগুলি আপনি অনলাইন স্টোর থেকেও কিনতে পারবেন, যেখানে এই ধরণের ফোনগুলি বিক্রি হয়। আসুন জেনে নিন নোকিয়ার বিখ্যাত সেই মডেলের ফোনগুলির নাম।

পরিমার্জিত নোকিয়া N73

পরিমার্জিত নোকিয়া N73

দাম - 1,270 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 2.4 ইঞ্চি (6.1 সেমি) TFT স্ক্রিন

* 220 MHz ডুয়াল ARM 9 CPU

* Symbian OS

* 3.15 মেগাপিক্সেল ক্যামেরা

* VGA ভিডিও কল ক্যামেরা videocall

* রিমুভেবল Li-Ion 1100 mAh ব্যাটারি (BP-6M )

 

পরিমার্জিত নোকিয়া 1100 মোবাইল

পরিমার্জিত নোকিয়া 1100 মোবাইল

দাম - 799 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 96x65 পিক্সেলস, 4 লাইনস ডিসপ্লে

* 2-স্নেক II এবং স্পেস ইমপ্যাক্ট + গেমস

* ফ্ল্যাশলাইট

* রিমুভেবল 850 mAh ব্যাটারি (BL-5C)

 

 পরিমার্জিত নোকিয়া 1600
 

পরিমার্জিত নোকিয়া 1600

দাম - 999 টাকা

প্রধান বৈশিষ্ট্য -


* 1.4 ইঞ্চি ডিসপ্লে

* 3-Snake Xenzia, ডাইস, ক্রিকেট কাপ গেমস

* 4 MB ইন্টারনাল মেমোরি

* রিমুভেবল Li-Ion 900 mAh ব্যাটারি (BL-5C)

 

পরিমার্জিত নোকিয়া 5800 এক্সপ্রেস মিউজিক

পরিমার্জিত নোকিয়া 5800 এক্সপ্রেস মিউজিক

দাম - 1,699 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 3.2 ইঞ্চি TFT রেজিস্টিভ টাচস্ক্রিন

* Symbian OS v9.4, সিরিজ 60 rel. 5

* মাইক্রোএসডি, 16 GB পর্যন্ত (ডেডিকেটেড স্লট), 8 GB ইনক্লুডেড

* 81 MB ইন্টারনাল মেমোরি

* 128 MB র‍্যাম

* 3.15 মেগাপিক্সেল ক্যামেরা

* রিমুভেবল Li-Ion 1320 mAh ব্যাটারি (BL-5J)

 

নোকিয়া E71

নোকিয়া E71

দাম - 2,499 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 2.36 ইঞ্চি TFT স্ক্রিন

* Symbian OS 9.2, সিরিজ 60 v3.1 UI

* 369 MHz ARM 11 CPU

* 3.15 মেগাপিক্সেল ক্যামেরা

* ভিডিও কল ক্যামেরা

* রিমুভেবল Li-Po 1500 mAh ব্যাটারি (BP-4L)

 

Best Mobiles in India

English summary
You can purchase these refurbished Nokia phones from the dedicated online stores that sell such used and tested products. Do scroll down to know the models.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X