স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি S8 এবং S8 প্লাসের সঙ্গে প্রতিযোগিতায় নেই তো আপনার ফোনটি?

By Madhuraka Dasgupta
|

নানা জল্পনা-পরিকল্পনার পর সম্প্রতি নিউ ইয়র্কে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের নতুন দুটি ফোন গ্যালাক্সি S8 এবং গ্যালাক্সি S8 প্লাস। বেশকিছু অভিনব এবং চমকজাগানো ফিচার নিয়ে বাজারে এসেছে স্যামসাংয়ের নতুন এই দুই প্রোডাক্ট।

স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি S8 এবং S8 প্লাসের সঙ্গে প্রতিযোগিতায় নেই

স্মার্টফোনের ফিচার্স এবং ডিজাইন নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে বলাই যায় যে বেশকিছু নতুন পালক যোগ হয়েছে স্যামস্যাংয়ের এই নতুন দুটি মডেলের মুকুটে। বেজেললেস পর্দা, হোম বাটনকে বিদায় জানানো, উন্নত সেলফি ক্যামেরা, কর্নিং গোরিলা গ্লাস 5, অত্যাধুনিক সিকিউরিটি সমেত বেশকিছু ফিচার এরই মাঝে প্রযুক্তি দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

স্যামসাং এর গ্যালাক্সি সিরিজের মধ্যে এই দুটি প্রথম স্মার্টফোন যাতে ফিজিক্যাল হোম বাটন থাকছে না। ফোনের প্রায় সম্পূর্ণ জায়গা জুড়ে ডিসপ্লে থাকায় এতে প্রথাগত হোম বাটন নেই। হোম বাটনের পরিবর্তে ডিসপ্লের ওপরেই থাকছে ভার্চুয়াল হোম বাটন।

সঙ্গে থাকছে আইরিশ স্ক্যানার, ফেস রিকগনিশন, ফিঙ্গার প্রিন্ট, অ্যাক্সেলারোমিটার, লাইট সেন্সর, ব্যারোমিটার, হার্ট রেট সেন্সর, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি সেন্সরের মতো একগুচ্ছ ফিচার পাবেন দুটি ফোনেই। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি S8 এবং S8 প্লাস ফোনে থাকছে নতুন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ বিক্সবি। এটি স্যামসাংয়ের নতুন AI অ্যাসিস্ট্যান্ট। ভয়েস কমান্ডের সাহায্যে ফোন নিয়ন্ত্রণ সমেত নানা কাজ করা যাবে এই ফিচার ব্যবহার করে।

স্যামসাং গ্যালাক্সি S8 ফোন কিনবেন? জেনে নিন, আপনার জন্য ফোনটি আদৌ লাভজনক কীনা

স্যামসাং গ্যালাক্সি S8 এবং S8 প্লাস এই দুটি ফোনের প্রধান তফাত হল ডিসপ্লে-র। গ্যালাক্সি S8 এবং S8 প্লাসের ডিসপ্লে রাখা হয়েছে যথাক্রমে 5.8 ইঞ্চি এবং 6.2 ইঞ্চি। তবে QHD + 1440 x 2960 পিক্সেল রেজ্যুলিউশন থাকছে দুটি ফোনেই। এই দুটি ফোনের অন্য আরেকটি তফাত হল ব্যাটারির। গ্যালাক্সি S8 ফোনে থাকছে 3000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, অন্যদিকে 3500 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে গ্যালাক্সি S8 প্লাস ফোনে।

লঞ্চ হওয়ার সাথে সাথেই প্রতিদ্বন্দ্বী ফোনগুলিকে বেশ ভালো প্রতিযোগিতায় ফেলে দিয়েছে স্যামসাংয়ের এই নতুন দুই মডেল। আমরা এমনই কিছু স্মার্টফোনের তালিকা তৈরি করেছি, যেগুলির সঙ্গে ভালো প্রতিযোগিতা হতে পারে স্যামসাংয়ের এই দুটি ফোনের। জেনে নিন, কোন কোন ফোন রয়েছে সেই তালিকায়।

অ্যাপেল আইফোন 7 প্লাস

অ্যাপেল আইফোন 7 প্লাস

দাম - 61,990 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5.5 ইঞ্চি (1920x1080 পিক্সেলস) IPS 401ppi ডিসপ্লে, 1300:1 কনট্রাস্ট রেশিও, 3D টাচ

* কোয়াড-কোর A10 ফিউশন 64-বিট প্রসেসর, সঙ্গে সিক্স-কোর GPU, M10 মোশন কো-প্রসেসর

* 3GB র‍্যাম

* 32GB,128GB এবং 256GB স্টোরেজ অপশনস

* iOS 10

* জল এবং ধুলো প্রতিরোধক (IP67)

* 12 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল (f/1.8) এবং টেলিফটো (f/2.8) ক্যামেরা

* 7 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সঙ্গে f/2.2 অ্যাপার্টার

* টাচআইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পিকার্স

* 4G VoLTE

* 2,900 mAh ব্যাটারি বিল্ট-ইন ব্যাটারি

 

HTC U Ultra

HTC U Ultra

দাম - 59,990 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5.7 ইঞ্চি (1440x2560 পিক্সেলস) কোয়াড HD সুপার LCD 5 ডিসপ্লে, সঙ্গে গোরিলা গ্লাস 5 প্রোটেকশন / স্যাফায়ার গ্লাস (128GB ভার্সন)

* 2.0 ইঞ্চি (160x1040 পিক্সেলস) 520 PPI সুপার LCD 5 সেকেন্ডারি ডিসপ্লে

* কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 821, 64-বিট প্রসেসর সঙ্গে অ্যাড্রেনো 530 GPU

* 4GB র‍্যাম

* 64/128GB ইন্টারনাল স্টোরেজ

* মাইক্রোএসডি সমেত 2TB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 7.0 (নৌগাত) সঙ্গে HTC Sense UI

* হাইব্রিড ডুয়েল সিম (ন্যানো + ন্যানো / মাইক্রোএসডি)

* 12 মেগাপিক্সেল (আলট্রাপিক্সেল 2) রেয়ার ক্যামেরা, সঙ্গে ডুয়েল-টোন LED ফ্ল্যাশ

* 16 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা

* 4G LTE

* 3000mAh ব্যাটারি উইথ ক্যুইক চার্জ 3.0

 

Google Pixel XL

Google Pixel XL

দাম - 64,900 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5.5 ইঞ্চি (2560×1440 পিক্সেলস) অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে গোরিলা গ্লাস 4 প্রোটেকশন

* 2.15 GHz কোয়াড-কোর স্ন্যাপড্রাগন 821 প্রসেসর, সঙ্গে অ্যাড্রেনো 530 GPU

* 4GB র‍্যাম

* 32GB / 128GB ইন্টারনাল স্টোরেজ

* অ্যান্ড্রয়েড 7.1 (নৌগাত)

* ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

* 12.3 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ

* 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

* 4G VoLTE

* 3450mAh ব্যাটারি

 

Huawei Mate 9

Huawei Mate 9

দাম - 49,700 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5.9 ইঞ্চি (1920x1080 পিক্সেলস) ফুল HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে, 96% NTSC কালার গামাট

* অক্টা-কোর হুয়ায়েই কিরিন 960 প্রসেসর + i6 কো-প্রসেসর, মালি G71 অক্টা-কোর GPU

* 4GB র‍্যাম

* 64GB স্টোরেজ

* মাইক্রোএসডি সমেত 256GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 7.0 (নৌগাত), সঙ্গে EMUI 5.0

* হাইব্রিড ডুয়েল সিম (ন্যানো সিম + ন্যানো সিম / মাইক্রোএসডি)

* 20 মেগাপিক্সেল (মনোক্রোম) + 12 মেগাপিক্সেল (RGB) ডুয়েল রেয়ার ক্যামেরা, সঙ্গে লেইকা লেন্স

* 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, f/1.9 অ্যাপার্টার

* ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

* 4G VoLTE, ওয়াইফাই 802.11ac (2.4GHz/5GHz), ব্লুটুথ 4.2 LE, GPS, NFC

* 4000mAh ব্যাটারি সমেত দ্রুত চার্জিংয়ের সুবিধা

 

Huawei Mate 9 Pro

Huawei Mate 9 Pro

দাম - 64,412 টাকা

প্রধান বৈশিষ্ট্য 

* 5.5 ইঞ্চি (2560x1440 পিক্সেলস) কোয়াড HD অ্যামোলেড 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে

* অক্টা-কোর হুয়ায়েই কিরিন 960 প্রসেসর, সঙ্গে মালি G71 অক্টা-কোর GPU

* 4GB র‍্যাম সমেত 64GB স্টোরেজ

* 6GB র‍্যাম সমেত 128GB স্টোরেজ

* মাইক্রোএসডি সমেত 256GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* অ্যান্ড্রয়েড 7.0 (নৌগাত), সঙ্গে ইমোশন UI 5.0

* হাইব্রিড ডুয়েল সিম (ন্যানো সিম + ন্যানো সিম / মাইক্রোএসডি)

* 20 মেগাপিক্সেল (মনোক্রোম) + 12 মেগাপিক্সেল (RGB) ডুয়েল রেয়ার ক্যামেরা, সঙ্গে লেইকা লেন্স

* 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, f/1.9 অ্যাপার্টার

* ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

* 4G VoLTE

* 4000mAh ব্যাটারি সমেত দ্রুত চার্জিংয়ের সুবিধা

 

Best Mobiles in India

Read more about:
English summary
The difference in specs between the two models is mainly in the display front. The Galaxy S8 has a 5.8-inch display while the S8 Plus has a 6.2-inch display. Now, we have listed some high-end smartphone rivals of the Galaxy S8 over here. Take a look at them.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X