ভারতে লঞ্চ হল নোকিয়া ৬, নোকিয়া ৫, নোকিয়া ৩। দাম শুরু ৯,৪৯৯ টাকা থেকে।

বাজারে এলো নোকিয়ার তিনটি নতুন অ্যানড্রয়েড ফোন নোকিয়া ৬, নোকিয়া ৫, নোকিয়া ৩। দাম দাম শুরু ৯,৪৯৯ টাকা থেকে।

|

ট্রিপল ধামাকা নিয়ে বাজারে ফিরলো নোকিয়া। একটি নয় একবারে তিন তিনটি অ্যানড্রয়েড ফোন একসাথে গ্রাহকদের সামনে তুলে ধরলো তারা। নোকিয়া ৩, নোকিয়া ৫ আর নোকিয়া ৬ এবার পাওইয়া যাব যথাক্রমে ৯,৪৯৯ টাকা, ১২,৮৯৯ টাকা আর ১৪,৯৯৯ টাকা দামে।

ভারতে লঞ্চ হল নোকিয়া ৬, নোকিয়া ৫, নোকিয়া ৩। দাম শুরু ৯,৪৯৯ টাকা থেকে।

নোকিয়া ৬ পাওয়া যাবে শুধুমাত্র অ্যামাজন.ইন ওয়েবসাইটে। যদিও নোকিয়া ৩ ও নোকিয়া ৫ পাওয়া শুধুমাত্র অফলাইন স্টোরেই পাওয়া যাবে।

নোকিয়া ৬

নোকিয়া ৬

নোকিয়ার তিনটি ফোনের মধ্যে এই ফোনটি হাইএন্ড মডেল। নোকিয়া ৬ এ থাকছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর স্ন্যাপড্রাগন ৪৩০ চিপসেট। সাথে থাকবে ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

ছবি তোলার জন্য নোকিয়া ৬ এ থাকছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ক্যামেরার সাথেই থাকছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ আর পিডিএএফ। সেলফি তোলার জন্য থাকছে ফ্রন্ট ফেসিং ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে-পিছনে দুটি ক্যামেরাতেই থাকছে এফ/২.০ অ্যাপারচার।

নোকিয়া ৬ এ চলবে অ্যানড্রয়েড ৭.০ নোগাট অপারেটিং সিস্টেম। এছাড়াও থাকছে ডুয়াল স্পীকার, এনএফসি, ওটিজি আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ফাস্ট চার্জিং সহ ৩০০০ এম এ এইচ ব্যাটারি। নোকিয়া ৬ এর দাম ১৮,৯৯৯ টাকা, পাওইয়া যাবে শুধুমাত্র অ্যামাজন.ইন এ।

 

নোকিয়া ৫

নোকিয়া ৫

তিনটি ফোনের মধ্যে এই ফোনটি মিডরেঞ্জ মডেল। নোকিয়া ৫ এ থাকছে ৫.২ ইঞ্চি ৭২০পি এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ফোনেটির ভিতরেও থাকছে অক্টাকোর স্ন্যাপড্রাগন ৪৩০ চিপসেট। যদিও থাকবে ২ জিবি র‍্যাম আর ১৬ জিবি স্টোরেজ। এখেত্রেও মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

ছবি তোলার জন্য নোকিয়া ৫ এও থাকছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ক্যামেরার সাথেও থাকছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ আর পিডিএএফ। সেলফি তোলার জন্য থাকছে একই ফ্রন্ট ফেসিং ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে-পিছনে দুটি ক্যামেরাতেই থাকছে এফ/২.০ অ্যাপারচার। নোকিয়া ৬ এর নতো নোকিয়া ৫ এও চলবে অ্যানড্রয়েড ৭.০ নোগাট অপারেটিং সিস্টেম। এছাড়াও নোকিয়া ৬ এর মতোই নোকিয়া ৫ এও থাকছে ডুয়াল স্পীকার, এনএফসি, ওটিজি আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ফাস্ট চার্জিং সহ ৩০০০ এম এ এইচ ব্যাটারি।

 

নোকিয়া ৩

নোকিয়া ৩

নোকিয়া ৩ এই তিনটি ফোনের মধ্যে সবথেকে কমদামী। সাইজে ছোটো এই ফোনটিতে আছে ৫ ইঞ্চি ৭২০পি এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে। নোকিয়া ৩ এ কোম্পানি ব্যাবহার করেছে মিডিয়াটেক এমটি৬৭৩৭ চিপসেট। যদিও র‍্যাম এবং স্টোরেজ নোকিয়া ৫ এর সমানই থাকবে নোকিয়া ৩ এও।

নোকিয়া ৩ এর সামনে অ পিছনে দুদিকেই থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও থাকছে অ্যানড্রয়েড ৭.০ নোগাট, ওটিজি, ৪জি এলটিই আর ২৬৫০ এমএএইচ ব্যাটারি। এত কম দামেও নোকিয়া ৩ মেটালিক ফ্রেমের সাথে থাকছে পলিকার্বণেট ব্যাটারি।

 

কোথায় কিনবেন? দাম কত?

কোথায় কিনবেন? দাম কত?

নোকিয়া ৬ এর দাম ১৪,৯৯৯। পাওইয়া যাবে শুধুমাত্র অ্যামাজন.ইন এ। আগামী ১৪ই জুলাই থেকে শুরু হবে প্রি রেজিসট্রেশন। আপনি যদি অ্যামাজন প্রাইম এর গ্রাহক হন তাহলে নোকিয়া ৬ কিনলে পাবেন ১,০০০ টাকা ছাড়।

নোকিয়া ৫ আর নোকিয়া ৩ পাওয়া যাবে শুধুমাত্র অফলাইন স্টোরেই। নোকিয়া ৫ এর দাম ১২,৮৯৯ টাকা, প্রি বুকিং শুরু হবে ৭ই জুলাই থেকে। আর নোকিয়া ৩ এর দাম ৯,৪৯৯ টাকা, প্রি বুকিং চলছে ১৬ই জুন থেকে।

 

Best Mobiles in India

English summary
Finally, the Nokia 6, Nokia 5 and Nokia 3 smartphones have been launched in India.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X