ভারতের বাজারে এলো Oneplus 5, দাম ৩২,৯৯৯ টাকা

ভারতের বাজারে এলো বহু প্রতিক্ষিত Oneplus 5। তারই সব হাল হকিকত।

|

শেষ পর্যন্ত ভারতের বাজারে এলো OnePlus 5। ভারতে 6GB RAM ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা আর 8GB RAM ভ্যানিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা। গত পরশু নিউ ইয়র্কে আনুষ্ঠানিক উন্মোচন হয়েছিলো OnePlus 5। প্রত্যাশামতই আজ নিউ দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের বাজারে ফোনটিকে নিয়ে এলো Oneplus। ভারতে ফোনটি পাওইয়া যাবে শুধুমাত্র Amazon.in ওয়েবসাইটে।

 
ভারতের বাজারে এলো Oneplus 5।

লঞ্চের আগেই ওয়েব দুনিইয়ায় এই ফোনের প্রায় সব ফিচারই ফাঁশ হয়ে গিয়েছিলো। গত পরশু কোম্পানির নিউ ইয়র্ক ইভেন্টের পর ফোনটির দাম সম্পর্কেও আমাদের একটা ধারনা তৈরী হয়েছিল। এবার ভারতে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে OnePlus 5, তাই একটু ভালো করে দেখে নেওয়া যাক ফোনটিকে,

শরু বডি আর ইউনিবডি বিল্ড

শরু বডি আর ইউনিবডি বিল্ড

Oneplus 5-এর ডিজাইন খুব সাধারন আর মিনিমালিস্টিক রাখা হয়েছে। এটি এখনো পর্যন্ত Oneplus-এর সবথেকে সরু ফোন। ফোনটি মাত্র 7.25mm পাতলা। 153g ওজনের এই ফোনটির মাপ 154.2 x 74.1 x 7.25mm।

Oneplus 5 এর বডিটি তৈরি অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম দিয়ে। অ্যান্টেনা ব্যান্ডগুলি যাতে দেখা না যাইয় সেই জন্য অ্যান্টেনা ব্যান্ডগুলিকে ফোনের পিছন থেকে সরিয়ে ফোনের পাশে লাগানো হয়েছে। ফোনটির পিছনটি দেখতে খানিকটা iPhone 7 Plus এর মতো।

এছাড়াও ফোনের পিছনের দিকে বাঁ দিকে উপরে রয়েছে ডুয়াল ক্যামেরা আর ফোনের সামনের দিকে নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও ফোনের বাঁ দিকে আছে নোটিফিকেশান স্লাইডার আর ভলিউম রকার। আর ডানদিকে থাকছে পাওয়ার সুইচ। Oneplus 5-এ রয়েছে Full HD Optic AMOLED display (1920 x 1080 pixels)। 401 ppi এই ডিসপ্লের aspect ratio 16:9। এছাড়াও ডিসপ্লের উপরে আছে 2.5D Corning Gorilla Glass।

 

ভিতরের জবরদস্ত শক্তি
 

ভিতরের জবরদস্ত শক্তি

হার্ডওয়ার ও সফটওয়ার Oneplus 5-এ থাকছে Qualcomm-এর লেটেস্ট চিপসেট Snapdragon 835। Samsung Galaxy S8, Galaxy S8+, Xiaomi Mi 6, HTC U11 এর মতো এই বছরের অন্য ফ্ল্যাগশিপ ফোনগুলিতেও এই একই চিপসেট ব্যাবহার করা হয়েছে। 2.45Ghz ক্লকস্পিডের প্রসেসরের সাথেই থাকছে Adreno 540 জিপিইউ, যাতে আগের থেকে ২৫% জলদি গ্রাফিক্স রেন্ডার হবে।

Oneplus 5 ভারতে লঞ্চ হওয়া প্রথম 8GB ফোন। Oneplus 5-এ LPDDR4X RAM ব্যাবহার করা হয়েছে। 64GB ভ্যারিয়েন্টে থাকছে 6GB RAM আর 128GB ভ্যারিয়েন্টে থাকছে 8GB RAM। ফোনের LPDDR4X RAM গুলি আগের থেকে ১৭% ফাস্ট বলে জানিয়েছে Oneplus।

লেটেস্ট Android 7.1.1 Nougat এর উপর চলবে Oneplus এর Oxygen OS। যাতে থাকছে রিডিং মোড, এক্সপ্যানডেড স্ক্রিনশটের মতো ফিচারের সাথে থাকছে সেমি ট্রান্সপারেন্ট অ্যাপ ড্রয়ারও। Oxygen OS এর Quick Pay এর মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই Paytm পেমেন্ট করা যাবে।

 

আকর্ষনীয় ডুয়াল লেন্স রিয়ার ক্যামেরা সিস্টেম

আকর্ষনীয় ডুয়াল লেন্স রিয়ার ক্যামেরা সিস্টেম

বহু আগেই টেক দুনিয়ায় রটে গিয়েছিল Oneplus 5 এর ডুয়াল রিয়ার ক্যামেরার কথা। Oneplus 5 এ থাকছে একটি 16MP, f/1.7 প্রাইমারি ক্যামেরা আর একটি 20MP, f/2.2 টেলিফটো ক্যামেরা।

Oneplus এর কথা মতো প্রাইমারি ক্যামেরা Oneplus 3T এর ক্যামেরার থেকে 34% বেশী আলো ক্যাপচার করতে পারে। 20MP টেলিফটো ক্যামেরাটিও প্রধানত পোট্রেট তোলার জন্য। এই ক্যামেরা দিয়ে পোট্রেট তুললে প্রফেশানাল ক্যামেরার মতো ‘বোখে' এফেক্ট পাওয়া যাবে। ক্যামেরার পোট্রেট মোডে 2X পর্যন্ত জুম করা যাবে। যদিও কোম্পানি জানাচ্ছে তাদের এই নতুন ফোনের ক্যামেরায় 8x পর্যন্ত জুম করা যাবে।

16MP ফ্রন্ট ক্যামেরায় থাকছে 1-micron pixel Sony IMX371 sensor, f/2.0 অ্যাপারচার, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান আর HDR মোড। Oneplus 5 এ রেকর্ড করা যাবে 4K ভিডিও। ভালো ভিডিও তোলার জন্য ফোনে রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। এছাড়াও ভিডিওতে ভালো শব্দ রেকর্ডিং এর জন্য ব্যাবহার করা হয়েছে নতুন মাইক্রোফন।

 

আরও ভালো ব্যাটারি

আরও ভালো ব্যাটারি

নতুন এই ফোনটিতে রয়েছে 3300mAh ব্যাটারি। সাথে রয়েছে কোম্পানির ড্যাশ চার্জ টেকনোলজি যার সাহাজ্যে খুব তাড়াতাড়ি চার্জ হবে ফোনটি। Oneplus জানাচ্ছে মাত্র ৩০ মিনিট চার্জ দিলেই গোটা দিন চলবে এই ব্যাটারি। হার্ডওয়ার ও সফটওয়ারের নতুন মেলবন্ধনে Oneplus 3T এর থেকে 20% বেশি ব্যাক আপ পাওয়া যাবে এই ফোনে।

কানেক্টিভিটি ও সেন্সার

কানেক্টিভিটি ও সেন্সার

OnePlus 5 এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac (2.4GHz, 5GHz), Bluetooth v5.0, NFC, 3.5mm অডিও জ্যাক, USB Type-C। এছাড়াও Oneplus 5 এ থাকছে accelerometer, ambient light sensor, barometer, gyroscope, and proximity sensor। Oneplus 5 এ থাকছে সেরামিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যা দিকে মাত্র ০.২ সেকেন্ডেই আনলক করে ফেলা যাবে ফোনটিকে।

Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus 5 has been launched in India at a price of Rs. for the 6GB RAM and Rs. for the 8GB RAM model.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X