ডিসেম্বর ২০১৬ এর পর এই ফোনগুলি হোয়াট্‌স-অ্যাপ সাপোর্ট করবে না

By ANINDITA SINHA
|

ডিসেম্বর ২০১৬ এর পর অনেকগুলি স্মার্টফোনেই আর হোয়াট্‌স-অ্যাপ সাপোর্ট করবে না, দেখে নিন আপনার ফোন এগুলির মধ্যে একটি নয় তো?

ডিসেম্বর ২০১৬ এর পর এই ফোনগুলি হোয়াট্‌স-অ্যাপ সাপোর্ট করবে না

অনেকগুলি হ্যান্ডসেটই, সবচেয়ে প্রিয় ও ব্যবহৃত ম্যাসেজিং অ্যাপ, হোয়াট্‌স-অ্যাপ কে আর সাপোর্ট করবে না, এবং এইবার এটা কোন গুজব নয়।

অনেকগুলি স্মার্টফোন যেগুলি এখনো পর্যন্ত হোয়াট্‌স-অ্যাপ সাপোর্ট করছে, ডিসেম্বর ২০১৬ এর পর সেইগুলি ইউজারকে আর তাদের হোয়াট্‌স-অ্যাপ বন্ধুদের সাথে চ্যাট উপভোগ করতে দেবে না।

এখানে দেওয়া হল যেই ৫ টি ফোন যেগুলো ব্যবহার করা আপনাকে বন্ধ করে দিতে হবে, যদি আপনি হোয়াট্‌স-অ্যাপে আসক্ত হয়ে থাকেন। কারণ পরের বছর জানুয়ারী থেকে এইগুলি আর আপনার প্রিয় ম্যাসেজিং অ্যাপকে সাপোর্ট করবে না।

আরো জানতে পড়ুন।

নকিয়া ই-সিক্স (Nokia E6)

নকিয়া ই-সিক্স (Nokia E6)

আপনি যদি আপনার এই পুরানো হ্যান্ডসেটে হোয়াট্‌স অ্যাপ ব্যবহার করতে চান, তবে এখন সময় এসে গেছে এটিকে বাতিল করার। কারণ, ডিসেম্বরের পর এটি আপনার প্রিয় ম্যাসেজিং অ্যাপকে আর সাপোর্ট করবে না।

নকিয়া ৫২৩৩ (Nokia 5233 )

নকিয়া ৫২৩৩ (Nokia 5233 )

ডিসেম্বর ২০১৬ এর পর আপনার নকিয়া ৫২৩৩ আর হোয়াট্‌স অ্যাপকে সাপোর্ট করবে না। তাই, আপনার জন্য এখনি সময়, এর অন্য কোন বিকল্প খুঁজে নেওয়ার।

নকিয়া সি ফাইভ জিরো থ্রি (Nokia C5 03)
 

নকিয়া সি ফাইভ জিরো থ্রি (Nokia C5 03)

২০১৭ পর থেকে এই ফোন দিয়ে আপনি আর হোয়াট্‌স অ্যাপ ব্যবহার করতে পারবেন।

নকিয়া আশা থ্রি জিরো সিক্স (Nokia Asha 306)

নকিয়া আশা থ্রি জিরো সিক্স (Nokia Asha 306)

আপনি আপনার নকিয়া আশা থ্রি জিরো সিক্স-এ হোয়াট্‌স অ্যাপ ব্যবহার করতে চান? সরি! এবার আপনাকে অন্য কোন বিকল্প ফোন খুঁজে নিতে হবে যেগুলো হোয়াট্‌স-অ্যাপ সাপোর্ট করে।

নকিয়া ই ফিফটি টু সনি ইরিক্সন ভাইভাজ প্রো (Nokia E52 Sony Ericsson Vivaz Pro)

নকিয়া ই ফিফটি টু সনি ইরিক্সন ভাইভাজ প্রো (Nokia E52 Sony Ericsson Vivaz Pro)

আগামী বছরের শুরু থেকে নকিয়া ই ফিফটি টু সনি ইরিক্সন ভাইভাজ প্রো, তার ইউজারকে আর হোয়াট্‌স অ্যাপ ব্যাবহার করতে দেবে না।

 

 

Best Mobiles in India

Read more about:
English summary
Here's the list of smartphones that will no more support WhatsApp from December 2016. Check it out!

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X