Just In
Don't Miss
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
এবার বাড়ি বসে আধার কার্ডের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করা যাবে। এই জন্য আর আধার কেন্দ্রে যেতে হবে না। সম্প্রতি টুইটারে এই ঘোষণা করেছে ইউআইডিএআই। করোনাভাইরাস অতিমারির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আধারের গুরুত্বপূর্ণ নথি আপডেট করার জন্য এখন আর আধার কেন্দ্রে যেতে হবে না। নিজের মুঠোফোন থেকে একটি কিউআর কোড স্ক্যান করে সহজেই এই কাজ করা যাবে।
এবার থেকে আধারের নাম, জন্ম তারিখ, লিঙ্গ ও ঠিকানা অনলাইনেই পরিবর্তন করা যাবে। ২২ ডিসেম্বর এক টুইটে এই ঘোষণা করেছে ইউআইডিএআই। যদিও অভিভাবকের তথ্য বদল করতে এখনও আধার কেন্দ্রে যেতে হবে।
অনলাইনে আধার কার্ডের নাম, ঠিকানা, জন্ম তারিখ ও লিঙ্গ পরিবর্তন করবেন কীভাবে?
স্টেপ ১। আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট uidai.gov.in লগ ইন করুন।
স্টেপ ২। ডেমোগ্রাফি ডেটা আপডেটে ক্লিক করুন।
স্টেপ ৩। 'প্রসিড টু আপডেট বেস’ সিলেক্ট করুন।
স্টেপ ৪। ভেরিফাই করার জন্য আধার কার্ড নম্বর এন্টার করে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে।
স্টেপ ৫। 'আপডেট ডেমোগ্রাফিক ডেটা’ অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৬। এখানে নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ভাষা, লিঙ্গ ও ইমেল সহ বিভিন্ন অপশন দেখতে পাবেন।
স্টেপ ৭। এখানে যে তথ্য পরিবর্তন করবেন সেটি সিলেক্ট করুন।
স্টেপ ৮। সব তথ্য লেখার পরে ঠিকানার প্রমাণ সহ আপলোড করতে হবে। পিডিএফ, জেপিজি অথবা পিএনজি ফর্ম্যাটে ডকুমেন্ট আপলোড করতে হবে।
স্টেপ ৯। এখানে ৫০ টাকা অনলাইন পেমেন্টের অপশন আসবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং ব্যবহার করে পেমেন্ট করা যাবে।
স্টেপ ১০। পেমেন্ট করার পরেই আপনার ফোনে একটি ইউআরএন কোড আর কনফার্মেশন মেসেজ চলে আসবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190