Just In
- 1 hr ago
‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ নিয়ে আসছে জিও: প্ল্যানগুলি দেখে নিন
- 19 hrs ago
জিও, ফ্লিপকার্টের সাথে হাত মিলিয়ে ভারতে ৫জি প্রযুক্তি প্রসার করবে এই কোম্পানি
- 22 hrs ago
কতটা সস্তা জিও? এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পাশে জিওর প্ল্যানগুলি দেখে নিন
- 23 hrs ago
আধার কার্ড হারিয়ে গিয়েছে? মোবাইল ফোন থেকেই রি-প্রিন্ট করবেন কীভাবে?
Don't Miss
কোথায় ব্যাবহার হচ্ছে আপনার আধার? জেনে নেওয়ার সহজ উপায়
গত এক বছরে আধার কার্ডের তথ্য ফাঁস হয়ে যাওয়ার খবর সামনে এসেছে অনেকবার। যদিও UIDAI এর তরফে বারবার বলা হয়েছে প্রত্যেকটি আধার ডাটা সম্পুর্ণ সুরক্ষিত আছে। প্রসঙ্গত UIDAI একটি সংস্থা যারা আধার দেখাশোনার দায়িত্বে রয়েছে। আর যে কোন সময় আপনার আধারের তথ্য চলে যেতে পারে অন্য মানুষের হাতে।
নিজের ফোন, ব্রডব্যান্ড থেকে শুরু করে ব্যাঙ্ক বহু জায়গাতেই আপনি ইতিমধ্যেই ব্যাবহার করছে আপনার আধারের ডিটেলস। আর তাই আপনার আধার ডাটা সুরক্ষিত রয়েছে কি না তা জেনে নেওয়া আপনার কর্তব্য। গত ছয় মাসে আপনার আধার কার্ড কোথায় ব্যাবহার হয়েছে তা জানার এক উপায় রয়েছে। আর আপনি যদি দেখেন আপনার অনুমতি ছাড়া কোথাও আপনার আধার ব্যাবহার হয়েছে তবে আপনি অভিযোগ জানাতে পারেন UIDAI এর কাছে। এছাড়াও একই ওয়েবসাইতে আপনি আপডেট করতে পারেন আপনার আধারের ডিটেলস।
স্টেপ ১। https://resident.uidai.gov.in/notification-aadhaar এই লিঙ্কে ক্লিক করুন।
স্টেপ ২। এখানে আপনার ১২ ডিজিটের আধার নম্বরটি এন্টার করুন। এছাড়াও ছবিতে থাকা সিকিউরিটি কোডটি এন্টার করুন।
স্টেপ ৩। এখানে আপনাকে ওটিপি জেনারেটের অপশান দেবে। ওটিপি জেনারেট করুন।
স্টেপ ৪। আপনার রেজিষ্ট্রার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। তবে আপনার মোবাইল লম্বর লিঙ্কড না থাকলে পাবেন না এই ওটিপি।
স্টেপ ৫। ওটিপি এন্টার করলে একটি পেজ খুলবে যেখানে অথেন্টিকেশান টাইপ, কোন সময়ের ব্যাবহার জানতে চান আর সবথেকে কটি ব্যাবহার জানতে চান তা সিলেক্ট করতে হবে। তবে মনে রাখবেন ৬ মাসের বেশি পুরনো তথ্য এখানে পাবেন না। এরপর আবার ওটিপি এন্টার করে সাবমিট করুন।
স্টেপ ৬। এরপর আপনি আপনার সিলেক্ট করা তারিখের মধ্যে হওয়া আধারের ব্যাবহার দেখতে পাবেন। যদি আপনার আধার কোনভাবে বেহাত হয়ে যায় এবং এর অপব্যাবহার সম্পর্কে জেনে নিতে পারবেন এই ওয়েবসাইতের মাধ্যমে।
চ্যাট উইন্ডো ওপেন করার নতুন ফিচার আনল হোয়াটস্যাপ: কীভাবে কাজ করবে জানুন
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090