Just In
Don't Miss
অনলাইনে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলবেন কীভাবে? দেখে নিন
মালিকের উপরে নির্ভর করে থাকার দিন শেষ। এবার নিজেই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নিতে পারবেন। প্রভিডেন্ট ফান্ডের টাকায় কড়া নজর রাখে প্রভিডেন্ট ফান্ড সংস্থা বা ইপিএফও। অনলাইনে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার ব্যবস্থা করেছে এই সংস্থা। কোন সংস্থায় ২০ জনের বেশি কর্মী কাজ করলে সেই কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা হয়।
epfindia.gov.in থেকে জানা গিয়েছে প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকে কর্মচারী তাঁর টাকা আংশিক প্রত্যাহার করতে পারেন বা "অগ্রিম" নিতে পারেন। mem.epfindia.gov.in ওয়েবসাইট থেকে ইপিএফের টাকা 'অগ্রিম' প্রত্যাহারের (PF withdrawal) জন্য আবেদন করা যাবে। পরে ঐ আবেদন অনুমোদনের জন্য কোম্পানির কাছে পাঠানো হয়। অনুমোদন পেলে ১০ দিনের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
১। বাড়ি কেনা বা তৈরি, ঋণ শোধ, নিজের বা পরিবারের অন্য সদস্যের বিয়ে, চিকিৎসার কারণে ইপিএফ থেকে আংশিক টাকা তোলা যায়।
২। ইপিএফ তোলার জন্য ইউএএন নম্বর থাকতে হবে। মাসিক বেতন স্লিপে এই নম্বর পেয়ে যাবেন।
৩। ইউএএন এ কেওয়াইসি ভেরিফাই থাকতে হবে। আধার, প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়ে কেওয়াইসি করা যাবে।
৪। যে মোবাইল নম্বরের সাথে ইউএএন যুক্ত রয়েছে সেই নম্বরটি কাজ করতে হবে।
৫। ইপিএফও ওয়েবসাইট থেকে ইউএএন নম্বর আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
৬। এবার 'ক্লেম’ বিভাগে গিয়ে 'অনলাইন সার্ভিস’ বিভাগ সিলেক্ট করতে হবে।
৭। দাবি জানাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ চারটি নম্বর দিয়ে সাবমিট করতে হবে।
৮। এবার নতুন ট্যাবে ইপিএফ টাকা তোলার আবেদনের বিভিন্ন তথ্য জমা দিতে হবে। সেখানে কেন টাকা তুলছেন জানাতে হবে। এছাড়া ঠিকানা ও কত টাকা তুলতে চান জানাতে হবে। চেক অথবা পাস বইয়ের স্ক্যান কপি আপলোড করতে হবে।
৯। সাবমিট করতে ফোন নম্বরে ওটিপি পৌঁছবে। যে নম্বরের সাথে আধার লিঙ্ক আছে সেই নম্বরে ওটিপি পৌঁছবে।
১০। সাবমিট করার পরে আপনার কোম্পানির কাছে এই আবেদন পাঠিয়ে দেওয়া হবে।
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090