Just In
Don't Miss
স্মার্টফোনে অ্যাপ ইন্সটল করে ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করবেন কীভাবে?
১ মার্চ থেকে দেশে তৃতীয় পর্যায়ের টিকাকরণ শুরু হয়েছে। এই পর্যায়ে ষাটোর্ধ অথবা ৪৫ বছরের বেশি বয়স কিন্তু কো-মর্বিডিটি রয়েছে এমন নাগরিকদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। স্থানীয় টিকা সেন্টার অথবা অ্যাপ থেকে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করা যাবে। ইতিমধ্যেই এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বিস্তারে জানানো হয়েছে।
www.cowin.gov.in ওয়েবসাইট অথবা আরোগ্য সেতু অ্যাপ থেকে টিকার জন্য নাম নথিভুক্ত করা যাবে। যদিও প্লে স্টোর থেকে কোউইন অ্যাপ ডাউনলোড করে টিকার জন্য নাম নথিভুক্ত করা যাবে না। প্লে স্টোরের কোউইন অ্যাপ শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য তৈরি হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করে নাম নথিভুক্ত করা যাবে। টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করবেন কীভাবে? দেখে নিন।
স্টেপ ১। আরোগ্য সেতু অ্যাপ অথবা cowin.gov.in ওয়েবসাইট ওপেন করুন।
স্টেপ ২। মোবাইল নম্বর এন্টার করে ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করুন।
স্টেপ ৩। আরোগ্য সেতু অ্যাপে কোউইন ট্যাব ওপেন করুন। এর পরে ভ্যাক্সিনেশন ট্যাব ওপেন করে প্রসিড করুন।
স্টেপ ৪। এবার রেজিস্ট্রেশন পেজে ফটো আইডির ধরন, নম্বর ও নাম লিখুন ও লিঙ্গ সিলেক্ট করুন।
স্টেপ ৫। প্রবীণ নাগরিকের জন্য নাম নথিভুক্ত করলে রেজিস্টারে ক্লিক করুন। কো-মর্বিডিটি থাকলে কো মর্বিডিটি অপশন সিলেক্ট করে রেজিস্টার বাটন সিলেক্ট করুন। সেক্ষেত্রে বয়স ৪৫-এর ঊর্ধ্বে হতে হবে। রেজিস্ট্রেশন শেষ হলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ পৌঁছবে।
স্টেপ ৬। একটি মোবাইল নম্বর ব্যবহার করে সর্বোচ্চ চার জন নাম নথিভুক্ত করতে পারবেন।
স্টেপ ৭। এর পরে নীচে অ্যাকশন বাটন থেকে অ্যাপয়েনমেন্টের জন্য সময় নিতে পারবেন।
স্টেপ ৮। সেখানে রাজ্য, জেলা, ব্লক ও পিন কোড সিলেক্ট করুন।
স্টেপ ৯। এর পরে আপনার নিকটবর্তী ভ্যাকসিন সেন্টারগুলির তালিকা চলে আসবে। পছন্দের সেন্টার সিলেক্ট করে বুক করুন।
স্টেপ ১০। এর পরে কনফার্ম করলে অ্যাপয়েনমেন্ট সফলভাবে নথিভুক্ত হবে।
স্টেপ ১১। সময় পরিবর্তন করতে চাইলে লগ ইন করে অ্যাকশন বাটন থেকে টিকা নেওয়ার স্থান ও সময় বদল করা যাবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190