Just In
Don't Miss
হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগন্যাল ব্যবহার শুরু করছেন? এই পাঁচটা জিনিস না জানলেই নয়
সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যবহারের শর্তাবলীতে পরিবর্তন এসেছে। নতুন শর্তে গ্রাহকের বিভিন্ন ব্যক্তিগত তথ্য কোম্পানি বিজ্ঞাপন দেখানোর কাজে সংগ্রহ করবে। এর পরেই বিশ্বব্যাপী বহু মানুষ ফেসবুকের এই মেসেজিং অ্যাপ ব্যবহার বন্ধ করেছেন। আর এই ঘটনার পরেই মেসেজিং অ্যাপ সিগন্যালের জনপ্রিয়তা হু হু করে বাড়তে শুরু করেছে। টেসলা প্রধান ইলন মাস্ক টুইটারে মানুষকে সিগন্যাল ব্যবহার করার আবেদন জানিয়েছেন। এক নজরে সিগন্যাল ব্যবহারের কয়েকটি টোটকা দেখে নিন।
১। স্ক্রিন লক সেট আপ
সিগন্যাল অ্যাপে রয়েছে এক বিশেষ স্ক্রিন লক ফিচার। এর ফলে কোন সময় ফোন আনলক অবস্থায় পড়ে থাকলেও সিগন্যালের স্ক্রিন লক অথবা বায়োমেট্রিক লকের মাধ্যমে আনলক না করলে সিগন্যাল ব্যবহার করা যাবে না। এই জন্য সিগন্যাল অ্যাপ ওপেন করে সেটিংস -> প্রাইভেসি -> টগল স্ক্রিন লক অন সিলেক্ট করুন।
২। সিগন্যাল জয়েন করার নোটিফিকেশন বন্ধ করুন
সিগন্যালে একটি ফিচারে আপনার কনট্যাক্ট লিস্টে কেউ সিগন্যাল জয়েন করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছবে। যেহেতু এই মুহূর্তে বহু মানুষ সিগন্যাল ব্যবহার শুরু করছেন তাই প্রতিদিন একাধিক নোটিফিকেশন আপনাকে বিরক্ত করতে পারেন। অপ্রয়োজনীয় এই নোটিফিকেশন থেকে মুক্তি পেতে সেটিংস -> নোটিফিকেশন -> টগল কনট্যাক্ট জয়েনড সিগন্যাল অফ সিলেক্ট করুন।
৩। ব্লার ফেস ফটো
সিগন্যালে একটি ফিচারে যে কোন ছবি পাঠানোর আগে সেই ছবির মুখ ব্লার করে দেওয়া যায়। এছাড়াও চাইলে ছবি অন্যান্য অংশও ব্লার করতে পারবেন। এই জন্য + সাইনে ট্যাপ করুন -> যে ছবি পাঠাবেন সেটা সিলেক্ট করুন -> ব্লার বাটনে ট্যাপ করুন -> টগল ব্লার ফেস অপশন সিলেক্ট করুন।
৪। ডিসঅ্যাপিয়ারিং মেসেজ
হোয়াটসঅ্যাপে সম্প্রতি এই ফিচার এলেও সিগন্যালে অনেক দিন ধরেই ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার রয়েছে।
৫। অ্যাটাচমেন্ট কতবার দেখা যাবে সিলেক্ট করুন
সিগন্যালে কোন অ্যাটাচমেন্ট পাঠালে তা কতবার দেখা যাবে তা সেট করতে পারবেন আপনি। যেমন ধরুন আপনি যদি সিলেক্ট করেন একটি ছবি ৫ সেকেন্ড দেখা যাবে সেক্ষেত্রে ৫ সেকেন্ড পরে সেই ছবি উধাও হয়ে যাবে। ভিডিও পাঠানোর সময়ও এই ফিচার ব্যবহার করা যাবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190