Just In
Don't Miss
মুহুর্তে নিজের পুরনো স্মার্টফোনটি সিকিউরিটি ক্যামেরা বানিয়ে তুলবেন কীভাবে?
অনেক বছর একই স্মার্টফোন ব্যবহার করার পরে সবে নতুন স্মার্টফোন কিনেছেন। এক্সচেঞ্জে ভালো দাম না পাওয়ার কারনে পুরনো স্মার্টফোনটি বিক্রি না করে ঘরে রেখে দিয়েছেন। কিন্তু নতুন ফোনের দুর্দান্ত ক্যামেরা ও ফিচারের কারনে পুরনো ফোনের দিকে আর নজর যাচ্ছে না। কিন্তু বিক্রি করলে ভালো দাম পাবেন না বলে তা ঘরে পরে রয়েছে।
বাড়িতে এই ধরনের পুরনো স্মার্টফোন পরে থাকলে খুব সহজেই বাড়ির সিকিউরিটি ক্যামেরা হিসাবে তা ব্যবহার করতে পারেন। খুব সহজেই তা ঘরের যে কোন কোনায় লুকিয়ে রাখা সম্ভব। কিন্তু পুরনো অ্যানড্রয়েড ফোনকে সিকিউরিটি ক্যামেরা হিসাবে ব্যবহার করবেন কীভাবে? দেখে নিন।
যা যা প্রয়োজন
১। একটি অ্যানড্রয়েড স্মার্টফোন
২। ফোনের ক্যামেরা কাজ করতে হবে
৩। ফোনের ডিসপ্লে কাজ করতে হবে (ফাটা থাকলে অসুবিধা নেই)
৪। একটি ৪জি কানেকশন অথবা একটি ওয়াইফাই কানেকশন
৫। চার্জার অথবা পাওয়ারব্যাঙ্ক
কী করবেন?
স্টেপ ১। শুরুতেই পুরনো স্মার্টফোনটি ৪জি ইন্টারনেট অথবা ওয়াই ফাই এর সাথে কানেক্ট করুন।
স্টেপ ২। এর পর স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে অ্যালফ্রেড অ্যাপ ডাউনলোড করুন।
স্টেপ ৩। ফোনটু নিকটবর্তী প্লাগে চার্জের সাথে অথবা পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করুন।
স্টেপ ৪। এই কাজের জন্য একটি অতিরিক্ত গুগল অ্যাকাউন্ট ওপেন করুন। নিজের গুগল অ্যাকাউন্ট থেকে এই কাজ করলে সুরক্ষায় আপশ হবে।
স্টেপ ৫। এবার অ্যালফ্রেড অ্যাপ ওপেন করুন।
স্টেপ ৬। পুরনো অ্যানড্রয়েড ফোনকে ক্যামেরা হিসাবে চিহ্নিত করুন। এর পরে স্ট্রিম শুরু করে দিন।
স্টেপ ৬। এবার আপনার নতুন স্মার্টফোনে একই অ্যাপ ইনস্টল করুন। এবং একই গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করুন।
স্টেপ ৭। নতুন মোবাইলে নিজেকে ভিউয়ার সিলেক্ট করুন।
স্টেপ ৭। কম্পিউটার থেকে এই সিকিউরিটি ক্যামেরার ফুটেজ দেখতে Alfred.computer ওয়েবসাইট ওপেন্ করুন।
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090