Just In
- 10 hrs ago
অবিশ্বাস্য দামে বাজারে আসছে জিওর ল্যাপটপ জিওবুক! দেখে নিন সম্ভাব্য ফিচার
- 2 days ago
ডেক্সটপ থেকেই ভয়েস ও ভিডিও কলের সুবিধা নিয়ে এল হোয়াটসঅ্যাপ
- 3 days ago
পকেটে আইফোন বিস্ফোরণ, আদালতে ক্ষতিপূরণ দাবি গ্রাহকের
- 4 days ago
স্মার্টফোনে অ্যাপ ইন্সটল করে ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করবেন কীভাবে?
Don't Miss
শাওমি ফোনে দুর্দান্ত অফার নিয়ে এল আমাজন
স্মার্টফোন কেনার জন্য আজকাল অনেকেই আমাজন, ফ্লিপকার্টকে বেশি পছন্দ করেন। সম্প্রতি একাধিক স্মার্টফোনে ১২ মাসের নো কস্ট ইএমআই দিতে শুরু করেছে আমাজন। এর মধ্যে রয়েছে এমআই ১০, রেডমি নোট ৮ প্রো, রেডমি কে২০ প্রো, রেডমি নোট ৮, রেডমি কে২০, এমআই এ৩, পোকো এফ১, রেডমি নোট ৯ প্রো-র মতো একাধিক জনপ্রিয় স্মার্টফোন।

এমআই ১০
এমআই ১০ এর সঙ্গে ১২ মাসের নো কস্ট ইএমআই পাওয়া যাবে। এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা । ৪,১৬৭ টাকা থেকে এই ফোনের মাসিক কিস্তি শুরু হচ্ছে।

রেডমি নোট ৮ প্রো
রেডমি নোট ৮ প্রো তে রতেছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। আমাজনে ১,৩৩৪ টাকা থেকে এই ফোনের মাসিক কিস্তি শুরু হচ্ছে। ১২ মাসের নো কস্ট ইএমআই পাওয়া যাবে।

রেডমি কে২০ প্রো
২৬,৯৯৯ টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। পুরনো ফোন এক্সচেঞ্জ করে রেডমি কে২০ প্রো কিনলে ২,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এই ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা।

রেডমি নোট ৮
এই ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা। এই ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট। ১,০০০ টাকা ডিসকাউন্টে ১৪,৯৯৯ টাকা দামে এই ফোন কেনা যাচ্ছে।

রেডমি কে২০
এই ফোনের দাম শুরু হচ্ছে ২১,৯৯৯ টাকা থেকে। পুরনো ফোন এক্সচেঞ্জ করে রেডমি কে২০ কিনলে ২,০০০ টাকা অতিরিক্ত ছাড় মিলবে।

শাওমি এমআই এ৩
৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরার এই ফোনে রয়েছে ৪,০৩০ এমএএইচ ব্যাটারি। আমাজনে মিলছে অতিরক্ত ২,০০০ টাকা ছাড়।

পোকো এফ১
৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজে পোকো এফ১ কিনতে ১৮,৯৯৯ টাকা খরচ হবে। ২০১৮ সালে লঞ্চের সময় এই ভেরিয়েন্টের দাম ছিল ৩০,৯৯৯ টাকা।

রেডমি নোট ৯ প্রো
সম্প্রতি লঞ্চ হওয়া রেডমি নোট ৯ প্রো তে ৫,০২০ এমএএইচ ব্যাটারি থাকছে। এও ফোনের দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190