Just In
Don't Miss
মাসের শেষে স্মার্টফোনে অবিশ্বাস্য সেল ফ্লিপকার্টে
মাসের শেষে আবার স্মার্টফোন দুর্দান্ত অফার নিয়ে এল ফ্লিপকার্ট। ৩১ অগাস্ট পর্যন্ত ফ্লিপকার্টে বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোনে ডিসকাউন্ট ও অন্যান্য এই সেলে ভিভো এসুস, অনর, রিয়েলমি, শাওমি, স্যামসাং সহ সব জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনের দাম কমেছে। বিভিন্ন স্মার্টফোনের দাম কমার সাথেই মাত্র ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে কমপ্লিট মোবাইল প্রোটেকশন প্ল্যান। এর প্ল্যানে স্মার্টফোনে জল ও ধুলো সহ যে কোন ধরনের ক্ষতি হলে তা বিনামূল্যে ঠিক করে দেবে কোম্পানি। এর সাথেই থাকছে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড়।
ফ্লিপকার্ট সেলে ১৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে বিবো যেড১ প্রো। ৬ জিবি র্যাম ১২৮ জিবি স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ১৭,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে মোটোরোলা ওয়ান ভিশন। এই দুই ফোনের পিছনেই রয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।
মাসে ৬,৫০০ টাকা থেকে ইএমআই এর মাধ্যমে কেনা যাবে পিক্সেল ৩এ আর পিক্সেল ৩এ এক্সএল। এই দুই ফোনের দাম যথাক্রমে ৩৮,৯৯৯ টাকা আর ৩৯,৯৯৯ টাকা।
ফ্লিপকার্ট সেলে ৫০,৯০০ টাকা থেকে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস ১০ সিরিজ। নো কস্ট ইএমআই এর মাধ্যমে মাসে ৮,৪৮৪ টাকা দিয়ে কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি এস ১০ ই। গ্যালাক্সি এস ১০ বেস ভেরিয়েন্টের দাম কমে হয়েছে ৬১,৯০০ টাকা। গ্যালাক্স্য এস ১০ প্লাস পাওয়া যাচ্ছে ৭৩,৯০০ টাকা থেকে।
বাজেট সেগমেন্টে ১২,৯৯৯ টাকা থেকে পাওয়া যাচ্ছে রেডমি নোট ৬ প্রো। রিয়েলমি সি ২ এর দাম শুরু হচ্ছে ৫,৯৯৯ টাকা থেকে। ৮,৯৯৯ টাকা থেকে পাওয়া যাচ্ছে রিয়েলমি ২ প্রো।
৫,০০০ টাকা সস্তা হয়ে ২৩,৯৯৯ টাকা থেকে পাওয়া যাচ্ছে এসুস ৫যেড। এসুস ৬যেড এর দাম কমেছে ৩,০০০ টাকা। এছাড়াও এই সেলে ৫০০ টাকা সস্তা হয়েছে এসুস ম্যাক্স প্রো এম ১, এসুস ম্যাক্স এম ১ আর এসুস ম্যাক্স এম ২।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190