Just In
- 2 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 3 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 5 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 6 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
নতুন বছরে ল্যান্ডলাইন থেকে ফোন করার নিয়ম বদলাচ্ছে, দেখুন কী করতে হবে?
নতুন বছরের প্রথম দিন থেকেই ল্যান্ডলাইন থেকে ফোন করার নিয়মে পরিবর্তন আসছে। এবার থেকে ল্যান্ডলাইন নম্বরে ফোন করতে নম্বরের আগে একটি '0' যোগ করতে হবে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম চালু হবে। মোবাইল গ্রাহকদের জন্য ফোন নম্বরের নতুন সিরিজ চালু করার জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। ট্রাই জানিয়েছে নতুন নিয়মে ল্যান্ডলাইন থেকে মোবাইল নম্বরে ফোন করতে নম্বরের আগে একটি '0' যোগ করতে হবে।
এক নির্দেশিকার টেলিকম দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে 'মোবাইল গ্রাহকদের জন্য আরও বেশি নম্বর চালু করতে ফিক্সড ফোন থেকে ডায়াল করার পদ্ধতিতে পরিবর্তন করা হচ্ছে।' চলতি বছরের ২৯ মে এই নির্দেশিকা জারি করা হয়েছিল।
এর ফলে নতুন বছর থেকে সব ল্যান্ডলাইন থেকে মোবাইলে ডায়াল করতে নম্বরের আগে '0' যোগ করা বাধ্যতামূলক হচ্ছে। একই নির্দেশিকায় জানিয়েছে টেলিকম দপ্তর।
ল্যান্ডফোন থেকে '0' যোগ না করেই মোবাইল নম্বরে ফোন করতে একটি বিশেষ ঘোষণা রাখার ব্যবস্থা করা হচ্ছে। সেই ঘোষণার মাধ্যমেই গ্রাহককে নম্বরের আগে '0' যোগ করার কথা জানিয়ে দেওয়া হবে। ন্যাশনাল নম্বর ছাড়াও নিজের সার্কেলের মোবাইল নম্বরে ফোন করতেও এই কাজ করতে হবে।
টেলিকম দপ্তর জানিয়েছে নতুন বছরের প্রথম দিন থেকেই এই নিয়ম লাগু হতে চলেছে। চলতি বছর মে মাসে ট্রাইএর তরফ থেকে প্রথম এই পরিকল্পনা করা হয়েছিল। মোবাইল গ্রাহকদের জন্য ফোন নম্বরের নতুন সিরিজ চালু করার জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। ট্রাই জানিয়েছে নতুন নিয়মে ল্যান্ডলাইন থেকে মোবাইল নম্বরে ফোন করতে নম্বরের আগে একটি '0' যোগ করতে হবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190