Just In
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
অবশেষে মিসড কল অ্যালার্ট ফিচার নিয়ে হাজির হল এয়ারটেল। নাম থেকেই বোঝা যাচ্ছে আপনার ফোন যখন নেটওয়ার্ক সীমার বাইরে ছিল তখন কোন কোন নম্বর থেকে আপনার ফোনে মিসড কল এসেছে তা জানিয়ে দেবে এই ফিচার। ইতিমধ্যেই রিলায়েন্স জিও গ্রাহকরা এই ফিচার। এবার এয়ারটেল গ্রাহকরাও এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।

মিসড কল অ্যালার্ট দেখবেন কীভাবে?
এয়ারটেল গ্রাহকরা মিসড কল অ্যালার্ট দেখতে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে লগ ইন করতে হবে। সব কল রেকর্ড দেখার জন্যই কাজে লাগবে এই ফিচার। নিজের নম্বর ব্যবহার করে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ লগ ইন করতে হবে। যদিও জিও গ্রাহকরা নোটিফিকেশনের মাধ্যমে এই তথ্য দেখে নিতে পারেন।
অ্যাপের মধ্যে 'কিউরেটেড বাই ইউ’ ট্যাব দেখতে পারেন। সেখানে 'স্মার্ট মিসড কল অ্যালার্টস’ ফিচারে এই তথ্য দেখে নিতে পারবেন।
কখন কাজে লাগবে?
যখন আপনার ফোনে নেটওয়ার্ক থাকবে না অথবা ফোন বন্ধ হয়ে গেলে এই ফিচার কাজে লাগবে। একবার ফোনে নেটওয়ার্ক ফিরে এলে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে লগ ইন করে কে কে আপনাকে ফোন করার চেষ্টা করেছিলেন দেখে নিতে পারবেন। শুধু আপনার ফোন যখন নেটওয়ার্কের বাইরে ছিল তখন যে যে নম্বর থেকে আপনার ফোনে মিসড কল এসেছিল সেই নম্বরগুলোই দেখাবে এই ফিচারে।
কোন গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন?
সব এয়ারটেল প্রিপেড ও পোস্টপেড গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন। আপনার ফোনে বৈধ ভয়েস প্ল্যান চালু থাকলে এই ফিচারের সুবিধা নেওয়া যাবে। তাহলেই এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ লগ ইন করে মিসড কল অ্যালার্ট দেখে নিতে পারবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086