Just In
এয়ারটেল-জিও-ভি: দৈনিক ৩জিবি ডেটা প্ল্যানে বেশি সুবিধা দিচ্ছে কে?
টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতা এখনও চরমে। গ্রাহক ধরে রাখতে নিয়মিত নতুন নতুন সুবিধা নিয়ে আসে কোম্পানিগুলি। এর মধ্যে বেশিরভাগ প্রিপেড প্ল্যানেই প্রতিদিন নির্দিষ্ট ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যায়। যাঁদের বেশি ডেটার প্রয়োজন তারা প্রতিদিন অন্তত ৩জিবি ডেটার প্ল্যান রিচার্জ করেন। কিন্তু এই প্ল্যানে কোন নেটওয়ার্কে বেশি সুবিধা পাওয়া যাচ্ছে? দেখে নিন:

রিলায়েন্স জিও ৩ জিবি ডেটা প্ল্যান
৪১৯ টাকা রিচার্জে জিও গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানের সঙ্গে থাকছে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমএস। এছাড়াও ৬০১ টাকা রিচার্জেও একই ডেটা ব্যবহারের সুবিধা মিলবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ও ২৮ দিন। এই প্ল্যানের সঙ্গে অতিরিক্ত ৬জিবি ডেটা মিলবে। সঙ্গে থাকছে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন।
এর পরে তালিকায় রয়েছে ১১৯৯ টাকা প্রিপেড রিচার্জ। এই প্ল্যানে ৮৪ দিন ভ্যালিডিটি মিলবে। এছাড়াও ৪১১৯ টাকা প্ল্যানে মিলবে মিলবে প্রতিদিন ৩ জিবি ডেটার সঙ্গে ৩৬৫ দিন ভ্যালিডিটি। এই দুই প্ল্যানের সঙ্গেই ৪১৯ টাকা প্ল্যানের বাকি সুবিধা পাওয়া যাবে।
এয়ারটেল ৩ জিবি ডেটা প্ল্যান
৫৯৯ টাকা প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০ এসএমএস। এই প্ল্যানের সঙ্গে ডিজনি প্লাস হটস্টার মোবাইলের বার্ষিক সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়াও ৬৯৯ টাকা প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন এয়ারটেল গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
ভি ৩ জিবি ডেটা প্ল্যান
৪৭৫ টাকা রিচার্জে ভি গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানের সঙ্গে থাকছে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমএস। পাবেন ২৮ দিন ভ্যালিডিটি। এছাড়াও ৬৯৯ টাকা প্ল্যানে ৫৬ দিন ভ্যালিডিটি সহ দৈনিক একই ডেটা ও অন্যান্য সুবিধা পাবেন ভি গ্রাহকরা।
৬০১ টাকা প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটার সঙ্গে মিলবে অন্যান্য সব সুবিধা। তবে এই প্ল্যান রিচার্জ করলে সম্পূর্ণ বিনামূল্যে ফোন থেকে ডিজনি প্লাস হটস্টার দেখতে পাবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086