Just In
- 16 hrs ago
জিও, ফ্লিপকার্টের সাথে হাত মিলিয়ে ভারতে ৫জি প্রযুক্তি প্রসার করবে এই কোম্পানি
- 18 hrs ago
কতটা সস্তা জিও? এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পাশে জিওর প্ল্যানগুলি দেখে নিন
- 19 hrs ago
আধার কার্ড হারিয়ে গিয়েছে? মোবাইল ফোন থেকেই রি-প্রিন্ট করবেন কীভাবে?
- 22 hrs ago
নতুন প্ল্যান নিয়ে এল জিও, কত বেশি খরচ হবে?
Don't Miss
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে স্মার্ট টিভির অফারগুলি দেখে নিন
২৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল। এই সেলে এসবিআই কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় মিলবে। ২৮ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে অ্যামাজন প্রাইম গ্রাহকরা এই সেলে অংশ নিতে পারবেন। ৪ ক্টোবর পর্যন্ত চলবে এই সেল। স্মার্টফোন ও অন্যান্য সেলের সাথেই এই সেলে বিভিন্ন স্মার্ট টিভির দাম কমবে। কোন টিভিতে কত ছাড় মিলবে? দেখে নিন।

৪কে টিভিতে ৫০ শতাংশ ছাড়
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে ৪কে টিভিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এইচ ডি এফ সি ব্যাঙ্ক গ্রাহকরা ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এইচ এস বি সি গ্রাহকরা পাবেন ৫ শতাংশ ইন্সট্যান্ট ডিসকাউন্ট।

বড় স্ক্রিনের টিভিতে ৫০ শতাংশ ছাড়
বড় স্ক্রিনের টিভিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এর সাথেই পুরনো টিভি এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ৯,৩০০ টাকা ছাড় পাওয়া যাবে। ইএমআই তে টিভি কিনলে বিশেষ ছাড় পাওয়া যাবে।

৩২ ইঞ্চি টিভিতে ৪০ শতাংশ ছাড়
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে ৩২ ইঞ্চি টিভিতে ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এক্সচেঞ্জে অতিরিক্ত ৪,৩৬০ টাকা অতিরিক্ত ছাড় মিলবে। ৩২ ইঞ্চি মডেলে অ্যানড্রয়েড টিভি কিনতে পারবেন।

প্রিমিয়াম টিভিতে ৫০ শতাংশ ছাড়
প্রিমিয়াম টিভিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে অ্যামাজন। জিএসটি নম্বর দিয়ে ব্যবসার কাজে টিভি কিনলে অতিরিক্ত ২৮ শতাংশ ছাড় পাওয়া যাবে।

অন্যান্য টিভিতে ৫০ শতাংশ ছাড়
এছাড়াও অন্যান্য টিভিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। স্মার্ট টিভিতে ৮৩৩ টাকা থেকে নো কস্ট ইএমআই পাওয়া যাবে। সাথে থাকবে বিনামূল্যে এক্সটেন্ডেড সার্ভিস।
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090