Just In
- 3 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 4 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 5 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 6 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
শিঘ্রই ভারতে আসছে ফ্লিপ ক্যামেরার এসুস জেনফোন ৬
গত সপ্তাহে স্পেনে কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে এসুস। এবার ভারতে আসতে চলেছে এই স্মার্টফোন। সোমবার ফ্লিপকার্টে নতুন জেনফোন ৬ ফোনের টিজার প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে শিঘ্রই ভারতে আসবে এই স্মার্টফোন। তবে ভারতে জেনফোন ৬ লঞ্চের তারিখ অথবা ভারতে এই ফোনের দাম সম্পর্কে কোন তথ্য জানা যায়নি এই টিজারে।
নতুন জেনফোন ৬ ফোনে রয়েছে বিশেষ ফ্লিপ ক্যামেরা ডিজাইন। এই ডিজাইন ব্যবহারের জন্য এসুস জেনফোন ৬ ফোনের পিছনের ক্যামেরা মোটরের সাহায্যে উঠে এসে সেলফি তুলতে সাহায্য করবে। এর সাথেই ডিসপ্লের উপরে থাকছে না কোন নচ। স্পম্প্রতি স্পেনের ভ্যালেন্সিয়া শহরে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করেছে এসুস। ফ্লিপ ক্যামেরা ছাড়াও এসুস জেনফোন ৬ ফোনে থাকছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট আর ৫,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
এসুসু জেনফোন ৬ ফোনে চলবে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি ৬.৪ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিওপসেট, ৮ জিবি পর্যন্ত র্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য এসুস জেনফোন ৬ ফোনে রয়েছে ফ্লিপ ক্যামেরা ডিজাইন। এই ফোনের ডিউয়াল ফ্লিপ ক্যামেরা রিয়ার ও ফ্রন্ট ক্যামেরার কাজ করবে। এই ফোনের ডুয়াল ফ্লিপ ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। জেনফোন ৬ ফোনের প্রধান আকর্ষন এই ফোনের ফ্লিপ ক্যামেরা।
জেনফোন ৬ ফোনে রয়েছে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। যা আজকাল খুব কম ফ্ল্যাগশিপ ফোনে দেখা যায়। এছাড়াও থাকছে ডুয়াল সিম ও মাইক্রো এসডি স্লট আর ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এসুস জেনফোন ৬ ফোনে রয়েছে একটি ৫,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি আর ১৮ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190