Just In
- 3 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 4 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 5 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 6 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
জিও, এয়ারটেল, ভি: প্রিপেডে ২জিবি ডেটার সেরা প্ল্যানগুলি দেখে নিন
এখন প্রায় সব টেলিকম কোম্পানি প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গেই থাকে নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহারের সুযোগ। কলিংয়ের ক্ষেত্রে জিও থেকে অন্য নেটওয়ার্কে ফোন করার ক্ষেত্রে সীমা থাকলেও একই দামে প্রতিযোগীদের থেকে বেশি ডেটা দিয়ে গ্রাহকের মন জয় করেছে মুকেশ আম্বানির কোম্পানি। অফিসের কাজে প্রতিদিন ২জিবি ডেটার প্রয়োজন হলে এক নজরে সব কোম্পানির প্রিপেড প্ল্যানগুলি এক নজরে দেখে নিন। ৬০০ টাকার কম দামের এই প্ল্যানগুলিতে পাবেন ৮৪ দিন পর্যন্ত বৈধতা।
রিলায়েন্স জিও ২জিবি ডেটার প্রিপেড প্ল্যান
জিও নেটওয়ার্কে থাকলে প্রতিদিন ২জিবি ডেটার জন্য ৪৪৪ টাকা প্রিপেড প্ল্যান রিচার্জ করুন। এই প্ল্যানে অন্য নেটওয়ার্কে কল করার জন্য ২,০০০ মিনিট টকটাইম পাওয়া যাবে। সঙ্গে থাকছে জিও নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুযোগ। এই প্ল্যানে প্রতিদিন ২জিবি ডেটা ও ১০০ এসএমএস পাওয়া যাবে। ৪৪৪ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। সঙ্গে অতিরিক্ত ডেটার প্রয়োজন হলে ১৫১ টাকা রিচার্জ করতে পারবেন। ১৫১ টাকা রিচার্জে এক মাসের জন্য অতিরিক্ত ৩০জিবি ডেটা পাওয়া যাবে।
এছাড়াও ৫৯৯ টাকা রিচার্জে জিও গ্রাহকরা ৮৪ দিন ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে ৪৪৪ টাকা প্ল্যানের সব সুবিধা পাওয়া যাবে। যদিও অন্য নেটওয়ার্কে কল করার জন্য থাকছে ৩,০০০ মিনিট টকটাইম।
ভি ২জিবি ডেটার প্রিপেড প্ল্যান
৫৯৫ টাকা প্ল্যানে প্রতিদিন ২গব ডেটার সঙ্গেই থাকছে ৫৬দিন ভ্যালিডিটি। সঙ্গে আনলিমিটেড ভয়েস কলের সুযোগ। এই প্ল্যানে গোটা সপ্তাহের ব্যবহার না করা ডেটা সপ্তাহান্তে ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। সঙ্গে জি৫ প্রিমিয়াম সাবস্ক্রিপশন ও ভি মুভিজ ও টিভি অ্যাপ ব্যবহার করা যাবে।
এছাড়াও ১২৯ টাকা প্ল্যানে প্রতিদিন ২জিবি ডেটা মিলবে। ২৪ দিন ভ্যালিডিটির এই প্ল্যানে থাকছে আনলিমিটেড ডেটা ও মোট ৩০০ এসএমএস ব্যবহারের সুযোগ।
এয়ারটেল ২জিবি ডেটার প্রিপেড প্ল্যান
৪৪৯ টাকায় এয়ারটেল গ্রাহকরা প্রতিদিন ২জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। সঙ্গে থাকছে এয়ারটেল এক্সট্রিম সাবস্ক্রিপশন, আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমএস।
এছাড়াও ১৭৯ টাকা রিচার্জেও প্রতিদিন ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানে আনলিমিটেড কলের সঙ্গেই থাকছে মোট ৩০০ এসএমএস।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190