Just In
Don't Miss
চন্দ্রযান – ২ উৎক্ষেপনের দিন ঘোষনা করল ইসরো
২২ জুলাই দুপুর ২ টো ৪৩ মিনিটে চন্দ্রযান – ২ উৎক্ষেপন হবে। বৃহস্পতিবার এই কথা জানিয়েছে ভারতের মহাকাশ গবেষনা সংস্থা ইসরো। সম্প্রতি জিএসএলভি মার্ক ৩ রকেটে শেষ মুহুর্তে প্রযুক্তিগত সমস্যা দেখা যাওয়ায় লঞ্চ বাতিল করেছিলেন বিজ্ঞানীরা। ২২ জুলাই এই রকেটে চড়ে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে ভারতে তৈরী চন্দ্রযান -২।
এর আগে ১৫ জুলাই শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান – ২ লঞ্চ হওয়ার কথা ছিল। লঞ্চের কয়েক মিনিট আগে গিএসএলভি মার্ক ৩ রকেটে প্রযুক্তিগত সমস্যা খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা। সাথে সাথে লঞ্চ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পরিবার ট্যুইটারে ইসরো জানিয়েছে, “চন্দ্রযান – ২ উৎক্ষেপন, ২০১৯ সালের ১৫ জুলাই প্রযুক্তিগত কারনে যা স্থগিত রাখা হয়েছিল, আগামী ২২ জুলাই দুপুর ২ টো ৪৩ মিনিটে পুনঃনির্ধারিত হয়েছে।”
“কোটি কোটি মানুষের স্বপ্নকে চাঁদে পৌঁছে দেওয়ার জন্য তৈরী চন্দ্রযান – ২। সোমবার, ২২ জুলাই ভারতীয় সময় দুপু ২ টো ৪৩ মিনিটে আমাদের সাথে যোগ দিন।”
গত ১৫ জুলাই চন্দ্রযান -২ লঞ্চ স্থগিত রাখার পরে এক বিবৃতিতে ইসরো জানিয়েছিল, “লঞ্চের কয়েক মিনিট আগে চন্দ্রযান – ২ তে প্রযুক্তিগত সমস্যা দেখা গিয়েছে। সুরক্ষার জন্যই আপাতত চন্দ্রযান – ২ উৎক্ষেপণ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিঘ্রই উৎক্ষেপণের পরবর্তী দিন ঘোষনা করা হবে।“ কথা রেখে সেই দিন ঘোষনা করল ভারতের মহাকাশ গবেষনা সংস্থা।
২০০৮ সালে ভারতের প্রথম চাঁদের অভিযান ছিল চন্দ্রযান। এর ১১ বছর পরে চন্দ্রযান – ২ উৎক্ষেপণ করবে ভারত। চাঁদে জলের অস্তিত্ব খুঁজে পেতে বড় ভুমিকা নিয়েছিল চন্দ্রযান। তবে চন্দ্রযান চাঁদের মাটি স্পর্শ করেনি। এবার চন্দ্রযান - ২ এর হাত ধরে চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করবে ভারত। চাঁদের দক্ষিণ দিকে এই যান পাঠাবে ইসরো। আগে কোন মহাকাশ সংস্থা চাঁদের এই দিক পরীক্ষা করেনি।
জিএসএলভি মার্ক ৩ এম ১ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান – ২। এটা ইসরোর অন্যতম ক্ষমতাশীল রকেট। চন্দ্রপৃষ্ঠে পৌঁছে সেখানকার খনিজ ও বিভিন্ন উপাদান সম্পর্কে তথ্য সরবরাহ করবে চন্দ্রযান – ২।
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090