চার্জিং এর সময় মোবাইল ফোন বিস্ফোরনে এক পরিবারে আহত চার

|

সম্প্রতি চার্জিং এর সময় মোবাইল ফোন বিস্ফোরনে একই পরিবারের চার জন আহত হয়েছেন। গত শুক্রবার এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের শাহাপুরে। শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটেছে। বিস্ফোরনের সময় ফোনটি চার্জ হচ্ছিল। রাজেন্দ্র শিন্ডে (৪৩), স্ত্রী রোশনি (৩৮), মেয়ে রচনা (১৩) আর ছেলে অভিষেক (১০) এই বিস্ফোরনে আহত হয়েছেন। চার জনকে থানে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চার্জিং এর সময় মোবাইল ফোন বিস্ফোরনে এক পরিবারে আহত চার

ডাক্তাররা জানিয়েছেন এই বিস্ফোরনে বাবা ও মা গুরিতরভাবে আহত হয়েছেন। তবে ছেলে ও মেয়ের চামড়া পুড়েছে। “রাজেন্দ্রর হাতের তালু, পা ও মুখের ৩২ শতাংশ পুড়ে গিয়েছে। আর রোশনির ডান পা ও মুখের ২৬ শতাংশ পুড়ে গিয়েছে।” জানিয়েছেন ডাঃ কৈলাশ পাওয়ার।

শাহাপুর পুলিশ জানিয়েছে, থানে জেলার শাহাপুর তালুকের কাসারালি এলাকার প্রতীক্ষা আবাসনের গ্রাউন্ড ফ্লোরে থাকে শিন্ডে পরিবার। রাজেন্দ্র জানিয়েছেন দুই মাস আগে এই ফোনটি কিনেছিলেন তিনি। “আমি বিছানায় ঘুমাচ্ছিলাম। মাটিতে শুয়ে ছিলেন আমার স্ত্রী, ছেলে ও মেয়ে। জানালার পাশে ফোনটি চার্জে লাগানো ছিল। আমি যখন চার্জ খুলতে যাই তখন ফোনে বিস্ফোরণ ঘটে।” বলেন রাজেন্দ্র। মুলুন্দে একটি বেসরকারী কোম্পানিতে রক্ষীর কাজ করেন রাজেন্দ্র।

বিস্ফোরনের সাথে সাথেই বিছানা ও চাদরে আগুন ধরে যায়। রাজেন্দ্রর এক শিশু আহত হন নি। সাথে সাথে গোটা শিন্ডে পরিবারকে নিকটবর্তী সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে থানে জেলা হাসপাতালে স্থানান্ত্রিত করা হয় তাদের।

বিশেষজ্ঞরা জানিয়েছেন এই বিস্ফোরনের পিছনে একাধিক কারন থাকতে পারে। সাধারনত ফোন বিক্রির আগে তা সম্পূর্ণ সুরক্ষিত কী না তা নিশ্চিত করতে একাধিক পরীক্ষা চালায় স্মার্টফোন কোম্পানিগুলি। স্মার্টফোন তৈরীর সময় কোম্পানি সবসময় খেলায় রাখে এই স্মার্টফোন যারা ব্যবহার করবেন তাদের ন্যুন্যতম প্রযুক্তিগত জ্ঞান থাকবে না। তাই সব ধরনের সুরক্ষা কবচ হাজির থাকে আধুনিক স্মার্টফোনে। তদন্দের পরে বিস্ফোরনের সঠিক কারন জানা যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Four members of a family from Shahapur suffered burns in a fire that broke out in their house after a cellphone exploded early on Friday.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X