Just In
Don't Miss
Gmail হ্যাক হলে কীভাবে উদ্ধার করবেন আপনার অ্যাকাউন্ট?
পৃথিবীর অন্যতম জনপ্রিয় ইমেল সার্ভিস Gmail। বিশ্বব্যাপী ১০০ কোটির বেশি ইউজার রয়েছে গুগলের ইমেল সার্ভিসে। আপাদের কাজের ইমেল থেকে ব্যঙ্কের ডকুমেন্ট সবই থাকে ইমেলে। এছাড়াও প্রিয়জনের সাথে কথোপকথন সেভ হয়ে থাকে Gmail এ। আর তাই খুব স্বাভাবিকভারেই হ্যাকারদের অন্যতম জনপ্রিয় বিষয় Gmail। আপনার Gmail অ্যাকাউন্টে যদি সন্দেহজনক কিছু লক্ষ্য করেন তাহলে হয়তো হ্যাক হয়ে গিয়েছে আপনার Gmail অ্যাকাউন্ট। অথবা ভবিষ্যতে যদি কখনো আপনার Gmail হ্যাক হয় তবে নীচে দেখে নিন কীভাবে তা ফেরত পাবেন।
স্টেপ ১। অ্যাকাউন্ট রিকভারী পেজে যান।
স্টেপ ২। আপনি পাসওয়ার্ড মনে করতে না পারলে 'Try different question’ এ ক্লিক করুন।
স্টেপ ৩। এবার আপনার রিকভারি ইমেল অথবা ফোন নম্বর দিন।
স্টেপ ৪। এবার এই রিকভারি ইমেল অথবা ফোন নম্বরে গুগল রিকভারি কোড পাঠাবে।
স্টেপ ৫। এছেড়াও আপনি সিকিউরিটি প্রশ্নের উত্তর দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে পারেন।
স্টেপ ৬। আম্পনার রিকভারি ইমেল বা ফোন নম্বরে কোডটি এলে সেটি Gmail এ দিলে নতুন পাসওয়ার্ড সেট করার অপশান আসবে।
স্টেপ ৭। এরপরে সাইন ইন করার সময় সিকিউরিটি চেক করতে ভুলবেন না।
এছাড়াও নিচের স্টেপ গুলি মনে রেখে নিজের Gmail অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবেন।
১। সবসময় গুগলের সিকিউরিটি চেকআপ ফলো করুন। এর মাধ্যমে গুগল আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে ও অন্য কাউকে আপনার অ্যাকাউন্ট ব্যাবহারের হাত থেকে আটকাবে।
২। মাঝে মধ্যেই নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করুন।
৩। একই পাসওয়ার্ড একাধিক ওয়াবসাইটে ব্যাবহার করবেন না। আদালা ওয়াবসাইটে আলাদ পাসওয়ার্ড ব্যাবহার করুন।
৪। চেষ্টা করুন ব্রাউজারে আপনার অ্যাকাউন্ট পাসওয়ার্ড না সেভ করতে।
৫। যে সব ওয়েবসাইটে আপনার ইমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে সেখানকার পাসওয়ার্ড আপনার Gmail এর পাসওয়ার্ড থেকে আলাদা করুন।
৬। রিকভারি ইমেল ও ফোন নম্বর ঠিক করে আপডেট করুন। এই দুটির একটিও কাজ না করলে পাসওয়ার্ড রিসেট করতে সমস্যায় পড়তে হবে।
সোশাল মিডিয়ায় পোস্ট করে জেলের ঘানি টেনেছেন এই মানুষগুলি
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090