Just In
Don't Miss
পপ-আপ সেলফি ক্যামেরা, ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এই ফোন লঞ্চ করল হুয়াওয়েই
আবার পপ-আপ সেলফি ক্যামেরা সহ নতুন স্মার্টফোন লঞ্চ করল চিনের জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি হুয়াওয়েই। নতুন হুয়াওয়েই ওয়াই৯ প্রাইম (২০১৯) ফোনে পপ-আপ সেলফি ক্যামেরার সাথেই রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। গত সপ্তাহে হুয়াওয়েই পি স্মার্ট জি ফোনে প্রথম পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার করেছিল চিনের কোম্পানিটি।
হুয়াওয়েই ওয়াই৯ প্রাইম (২০১৯) ফোনের পিছনে থাকছে ডুয়াল টেক্সচার ব্যাক। ফায়ার ব্লু, মিডনাইট ব্ল্যাক আর ইমিরাল্ড গ্রিন রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
হুয়াওয়েই ওয়াই৯ প্রাইম (২০১৯) ফোনে রয়েছে একটি ৬.৫৯ ইঞ্চি টিএফটি ডিসপ্লে। এই ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহারের জন্য ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। নতুন হুয়াওয়েই ফোনের পপ-আপ ক্যামেরা ১২ কিলোগ্রাম চাপ সয্য করতে পারবে। এক লক্ষ বার ওঠা নামা করবে এই ফোনের পপ-আপ ক্যামেরা।
হুয়াওয়েই ওয়াই৯ প্রাইম (২০১৯) ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট। সাথে থাকছে ৪জিবি র্যাম আর ৬৪জিবি স্টোরেজ। মাইক্রো এস ডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
হুয়াওয়েই ওয়াই৯ প্রাইম (২০১৯) ফোনের প্রধান আকর্ষন এই ফোনের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করেছে হুয়াওয়েই। রিয়ার ক্যামেরায় থাকছে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য হুয়াওয়েই ওয়াই৯ প্রাইম (২০১৯) ফোনে থাকছে একটি ১৬ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য হুয়াওয়েই ওয়াই৯ প্রাইম (২০১৯) ফোনে থাকছে ওয়াই ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে থাকছে একটি ৪,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। হুয়াওয়েই ওয়াই৯ প্রাইম (২০১৯) ের ওজন ১৯৬.৮ গ্রাম।
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090