Just In
- 3 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 4 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 5 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 6 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
সম্পূর্ণ নতুন ফিচার! হোয়াটসঅ্যাপ থেকেই ইউপিআই পেমেন্ট করবেন কীভাবে?
শুক্রবার থেকে ভারতে ইউপিআই পেমেন্ট শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। বিগত এক বছরের বেশি সময় ধরে পরীক্ষামূলকভাবে এই ফিচার শুরু করেছিল জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। অবশেষে আইনী বাধা টপকে সব গ্রাহকের জন্য এই ফিচার নিয়ে মার্কিন কোম্পানিটি। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে হোয়াটসঅ্যাপের ইউপিআই পেমেন্টের খবর জানা গিয়েছে।
এর পরেই এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, “সহজ উপায় ব্যবহার করে মেসেজ পাঠানোর মতোই সহজে টাকা লেনদেন করা যাবে।”
“পরিবারের সদস্য, প্রিয়জন ও অন্যান্য ব্যাক্তিদের ব্যাঙ্কে না গিয়েই মোবাইলের মাধ্যমে সুরক্ষিতভাবে ব্যাঙ্ক ট্রান্সফার করা যাবে।" বিবৃতিতে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপে টাকা লেনদেনের পদ্ধতি
হোয়াটসঅ্যাপের মধ্যমে লেনদেনের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও একটি ডেবিট কার্ড থাকা বাধ্যতামুলক। ইউপিআই পদ্ধতির মাধ্যমে হোয়াটসঅ্যাপে লেনদেন হবে। সুরক্ষার জন্য হোয়াটসঅ্যাপ থেকে প্রত্যেক লেনদেনের আগে নির্দিষ্ট পিন দিতে হবে।
অয়াকাউন্ট সেট আপ করতে নীচের পদ্ধতি অনুসরন করুন
১। মোবাইলে হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে উপরে 'তিন ডট মেনু’-তে ক্লিক করুন।
২। 'পেমেন্টস’ সিলেক্ট করে 'অ্যাড পেমেন্টস মেথড’ সিলেক্ট করুন।
৩। এবার ডিসপ্লের উপরে একাধিক ব্যাঙ্কের তালিকা ভেসে উঠবে।
৪। ব্যাঙ্কের নাম সিলেক্ট করার পরে আপনার ফোন নম্বরের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তা খুঁজে পেতে ফোন থেকে একটি এসএমএস পাঠানো হবে।
৫। এবার 'ভেরিফাই ভায়া এসএমএস’ সিলেক্ট করে ভেরিফিকেশন শেষ করতে হবে।
৬। ভেরিফিকেশন শেষ হলে পেমেন্ট সেট আপ শুরু করা যাবে।
৭। ইউপিআই পেমেন্টের জন্য একটি পিন থাকা বাধ্যতামুলক।
৮। এর পরেই পেমেন্ট পেজে আপনার ব্যাঙ্কের নাম দেখতে পাবেন।
টাকা লেনদেন করবেন কীভাবে?
১। হোয়াটসঅ্যাপে যে কোন চ্যাট ওপেন করে 'অ্যাটাচমেন্ট’ অপশনে ট্যাপ করুন।
২। এবার 'পেমেন্ট’ সিলেক্ট করে যত টাকা পাঠাতে চান সেটা লিখে দিন।
৩। লেনদেনের জন্য ইউপিআই পিন দিন।
টাকা পাঠানোর পরে একটি মেসেজ পেয়ে যাবেন।
শুধুমাত্র অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সনে এই ফিচার ব্যবহার করতে পারবেন।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190