Just In
জিওফোনের প্ল্যান ঢেলে সাজাল জিও, কী কী সুবিধা মিলবে?
এয়ারটেল ও ভোডাফোন প্রিপেড প্ল্যানের দাম বাড়ানোর পরেই ডিসেম্বর থেকে নিজেদের প্ল্যানের দাম বাড়ানোর ঘোষণা করেছে রিলায়েন্স জিল.১ ডিসেম্বর থেকে নতুন দাম প্রযোজ্য হয়েছে। তবে দাম বাড়ার পরেও প্রতিযোগীদের থেকে জিওর প্ল্যানের দাম কম রয়েছে। এবার কোম্পানির ফিচার ফোন জিওফোন গ্রাহকদের জন্য নতুন প্ল্যান ঘোষণা করল মুকেশ আম্বানির কোম্পানি।

অন্যান্য প্রিপেড প্ল্যানের দাম বাড়ানোর সময় জিওফোনের দাম বাড়ানোর কথা উল্লেখ করেনি জিও। এবার জিওফোনের প্ল্যান আপডেট করে তা কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ করেছে মুম্বইয়ের কোম্পানিটি। জিওফোনের নতুন প্ল্যানগুলিতে ২৩ দিন থেকে ৩৬৬ দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। এছাড়াও থাকছে জিও ক্লাউড, জিও সিকিউরিটি, জিও সিনেমা ও জিও টিভি ব্যবহারের সুযোগ।
জিওফোনের নতুন প্রিপেড প্ল্যান
১২৫টাকা প্ল্যান
১২৫ টাকা প্ল্যানে জিওফোন গ্রাহকরা আনলিমিটেড কলের সঙ্গেই ৩০০ এসএমএস বিনামূল্যে পাবেন। এছাড়াও থাকছে প্রতিদিন ৫০০ এমবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৩ দিন।
১৫২টাকা প্ল্যান
১৫২ টাকা প্ল্যানে জিওফোন গ্রাহকরা আনলিমিটেড কলের সঙ্গেই ৩০০ এসএমএস বিনামূল্যে পাবেন। এই প্ল্যানের সঙ্গেও থাকছে থাকছে প্রতিদিন ৫০০ এমবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ১৫২ টাকা প্ল্যানের গ্রাহকরা সব জিও অ্যাপ বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন।
১৮৬টাকা প্ল্যান
১৮৬ টাকা প্ল্যানে জিওফোন গ্রাহকরা আনলিমিটেড কলের সঙ্গে প্রতিদিন ৩০০ এসএমএস বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এছাড়াও থাকছে প্রতিদিন ১জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
২২২টাকা প্ল্যান
২২২ টাকা প্ল্যানে জিওফোন গ্রাহকরা আনলিমিটেড কলের সঙ্গে প্রতিদিন ১০০ এসএমএস বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এছাড়াও থাকছে প্রতিদিন ২জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটিও ২৮ দিন।
৮৯৯টাকা প্ল্যান
৮৯৯ টাকা প্ল্যানে জিওফোন গ্রাহকরা প্রত্যেক ২৮ দিন অন্তত ২জিবি ডেটা (মোট ২৪ জিবি) পাবেন। এছাড়াও থাকছে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ৫০এসএমএস। এই প্ল্যানের সঙ্গে ৩৬৬ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190