Just In
- 33 min ago
‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ নিয়ে আসছে জিও: প্ল্যানগুলি দেখে নিন
- 19 hrs ago
জিও, ফ্লিপকার্টের সাথে হাত মিলিয়ে ভারতে ৫জি প্রযুক্তি প্রসার করবে এই কোম্পানি
- 21 hrs ago
কতটা সস্তা জিও? এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পাশে জিওর প্ল্যানগুলি দেখে নিন
- 22 hrs ago
আধার কার্ড হারিয়ে গিয়েছে? মোবাইল ফোন থেকেই রি-প্রিন্ট করবেন কীভাবে?
Don't Miss
১০ জুলাই থেকে পাওয়া যাবে OnePlus 6 মিডনাইট ব্ল্যাক 256GB স্টোরেজ ভেরিয়েন্ট
মে মাসে লন্ডনে এক ইভেন্টে লঞ্চ হয়েছিল ২০১৮ সালের ফ্ল্যাগশিপ OnePlus 6। এর পরদিনের মুম্বাইতে এক ইভেন্টে ভারতে এই ফোন লঞ্চ করা হয়েছিল। তিনটি RAM ও স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল। এতদিন ভারতে এই ফোনের টপ ভেরিয়েন্ট লঞ্চ করেনি OnePlus। আর এবার OnePlus 6 এর টপ ভেরিয়েন্ট মিডনাইট ব্ল্যাক 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট ভারতের বাজারে লঞ্চ করার কথা জানালো OnePlus।
আগামী ১০ জুলাই Amazon.in থেকে OnePlus 6 মিডনাইট ব্ল্যাক 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি শুরু হবে। এছাড়াও ১৪ জুলাই থেকে OnePlus.in ও OnePlus অফলাইন স্টোরে এই ফোন পাওয়া যাবে। OnePlus 6 মিডনাইট ব্ল্যাক 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম ৪৩,৯৯৯ টাকা। যদিও এই স্টোরেজ ভেরিয়েন্টে সিল্ক হোয়াইট ভার্সান লঞ্চের কোন খবর পাওয়া যায়নি।
এক বিবৃতিতে OnePlus জানিয়েছে, “ভারতে OnePlus 6 অ্যাভেঞ্জার মার্ভেল মিলিটেড এডিশানে গ্রাহকদের কাছ থেকে অভাবনীয় সারা পাওয়া গিয়েছে। ভারতে এটি ছিল একমাত্র 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের OnePlus 6। ভারত সহ গোটা বিশ্বে 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট দারুন জনপ্রিয় হয়েছে।”
নতুন এই ভেরিয়েন্ট লঞ্চের আগে ভারতে শুধুমাত্র OnePlus 6 মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশানে 8GB RAM আর 256GB স্টোরেজ পাওয়া যেত। যদিও সেই ফোনের দাম ৪৫,৯৯৯ টাকা। এছাড়াও ভারতে 64GB ও 128GB ভেরিয়েন্টে OnePlus 6 ফোনটি Amazon থেকে কেনা যায়।
OnePlus 6 স্পেসিফিকেশান
ডুয়াল সিম OnePlus 6 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১। OnePlus 6 এ রয়েছে ৬.২৮ ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। OnePlus 6 এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 8GB RAM আর Adreno 630 GPU আর 256GB ইন্টারনাল স্টোরেজ।
ল্যাপটপ ঠান্ডা রাখার সহজ টোটকা
লেটেস্ট OnePlus 6 এ রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি ১৬ মেগাপিক্সেল ও সেকেন্ডারী ২০ মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে ৪৮০ ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও।
নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র ০.৪ সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন। OnePlus 6 এ রয়েছে 3300 mAh ব্যাটারি।
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090