Just In
- 3 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 4 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 5 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 6 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
লঞ্চ হল ওয়ানপ্লাস টিভি, এক ক্লিকে সব তথ্য দেখে নিন
অবশেষে লঞ্চ হল ওয়ানপ্লাস টিভি। বৃহস্পতিবার ভারতে দুটি নতুন স্মার্ট্টিভি লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। নতুন দিল্লিতে এই ইভেন্টে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস টিভি কিউ১ আর ওয়ানপ্লাস টিভি কিউ ১ প্রো। এই দুই টিভিতে থাকছে ৫৫ ইঞ্চি ৪কে ডিসপ্লে। ওয়ানপ্লাস টিভি কিউ ১ এর দাম ৬৯,৯৯০ টাকা। অন্যদিকে ওয়ানপ্লাস টিভি কিউ ১ প্রো কিনতে ৯৯,৯৯০ টাকা খরচ হবে।

ওয়ানপ্লাস টিভি ওয়্যারিন্টি
ওয়ানপ্লাস টিভি কিউ১ আর ওয়ানপ্লাস টিভি কিউ ১ প্রো এর সাথে এক বছর লিমিটেড ওয়্যারিন্টি দিচ্ছে ওয়ানপ্লাস। যদিও এই টিভির সার্ভিস সেন্টার সম্পর্কে কোণ তথ্য জানা যায়নি।

গুনমান
ওয়ানপ্লাস টিভিতে কিউএলইডি ডিসপ্লে থাকছে। সাথে থাকছে ডলবি ভিশন আর এইচডআর এবং ডলবি অ্যাটমস।

ওয়ানপ্লাস টিভি মোবাইল কানেক্ট
স্মার্টফোমে ওয়ানপ্লাস মোবাইল কানেক্ট অ্যাপ থেকে ওয়ানপ্লাস টিভি কিউ১ আর ওয়ানপ্লাস টিভি কিউ ১ প্রো কন্ট্রোল করা যাবে। এই জন্য বিশেষ মোবাইল অ্যাপ ডিজাইন করেছে ওয়ানপ্লাস।

ওয়ানপ্লাস টিভি ব্লুটুথ সাপোর্ট
ওয়ানপ্লাস টিভি কিউ১ আর ওয়ানপ্লাস টিভি কিউ ১ প্রো টিভিতে ব্লুটুথ সাপোর্ট থাকছে। ব্লুটুথের মাধ্যমে এই দুই টিভির রিমোট কাজ করবে।

ওয়ানপ্লাস টিভি ওয়াইফাই সাপোর্ট
ওয়ানপ্লাস টিভি কিউ১ আর ওয়ানপ্লাস টিভি কিউ ১ প্রো তে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে। ২.৪ গিগাহার্জ আর ৫ গিগাহার্জ ওয়াফাই নেটওয়ার্কে কানেক্ট করা যাবে এই দুই টিভি।

ওয়ানপ্লাস টিভি ওয়াল মাউন্ট
ওয়াল মাউন্ট ও স্ট্যান্ডে রেখে এই টিভি ব্যবহার করা যাবে।

ওয়ানপ্লাস টিভি রিমোট
ব্লুটুথের মাধ্যমে ওয়ানপ্লাস টিভির রিমোট কাজ করবে। ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করে এই টিভির রিমোট চার্জ করা সম্ভব। রিমোট থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট আর ওয়ানপ্লাস প্লে ব্যবহার করা যাবে।

ওয়ানপ্লাস টিভির দাম
ওয়ানপ্লাস টিভি কিউ ১ এর দাম ৬৯,৯৯০ টাকা। অন্যদিকে ওয়ানপ্লাস টিভি কিউ ১ প্রো কিনতে ৯৯,৯৯০ টাকা খরচ হবে। শুধুমাত্র অ্যামাজন থেকে এই স্মার্ট টিভি কেনা যাবে। ২৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে বিক্রি।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190