Just In
ফের জিও ধামাকা! নতুন প্ল্যানে প্রতিদিন মিলবে ২.৫ জিবি ডেটা
প্রিপেড গ্রাহকদের জন্য নতুন প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও। এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন। ২,৯৯৯ টাকা রিচার্জে পাওয়া যাবে ৩৬৫ দিনের বৈধতা। প্রতিদিন ২.৫ জিবি ডেটার সঙ্গেই এই প্ল্যানের গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন।

ইতিমধ্যেই জিও ওয়েবসাইটে এই প্ল্যান দেখা গিয়েছে। ২০ শতাংশ জিওমার্ট মহা ক্যাশব্যাক অফারের অধীনে রয়েছে এই অফার। এই অফারের অধীনে নতুন বছরে এই প্ল্যান রিচার্জ করলে জিওমার্ট গ্রাহকরা কেনাকাটায় ২০ শতাংশ ছাড় পাবেন।
রিলায়েন্স জিও ২,৯৯৯ টাকা প্রিপেড প্ল্যান
২,৯৯৯ টাকা প্রিপেড রিচার্জের সঙ্গে মিলবে আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল ভয়েস কলিং। সঙ্গে প্রতিদিন মিলবে ২.৫ জিবি ডেটা ও ১০০ এসএমএস। ২,৯৯৯ টাকা রিচার্জে ৩৬৫ দিনের বৈধতা পাবেন রিলায়েন্স জিও প্রিপেড গ্রাহকরা। জিও ছাড়াও অন্যান্য নেটওয়ার্কেও আনলিমিটেড ভয়েস কল করা যাবে।
এছাড়াও ২,৯৯৯ টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গে মিলবে জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি, জিও ক্লাউড সব সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ।
এছাড়াও সম্প্রতি প্রিপেড গ্রাহকদের জন্য আরও একটি নতুন প্ল্যান নিয়ে এসেছিল জিও। ৪৯৯ টাকার এই প্ল্যানে প্রতিদিন ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। দৈনিক ডেটা ব্যবহারের সীমা অতিক্রান্ত হলে স্পিড কমে ৬৪ কেবিপিএস হবে। এই প্ল্যানের সঙ্গেও মিলছে আনলিমিটেড ভয়েস কলিং। তবে ৪৯৯ টাকা জিও রিচার্জের সঙ্গে ২৮ দিনের বৈধতা পাওয়া যাবে। এই প্ল্যানের সঙ্গেও মিলবে প্রতিদিন ১০০ এসএমএস ও জিও অ্যাপ ব্যবহারের সুযোগ। ৪৯৯ টাকা প্ল্যানের অন্যতম আকর্ষণ ডিজনি প্লাস হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190