Just In
Don't Miss
এবার নতুন কিনুন JioFi মাত্র ৪৯৯ টাকায়
ভারতে ডাটার বাজারে বিপ্লব এনেছে জিও। প্রথমে বিনামূল্যে ও পরে জলের দরে হাই স্পিড ডাটা দিয়ে ভারতবাসীর ডাটা ব্যবহারের অভ্যাস বদলে দিয়েছে জিও। আর এর ফলেই অন্য টেলিকম অপারেটাররাও ডাটার দাম কমাতে বাধ্য হয়েছে। তবে চুপ করে বসে নেই জিও। একের পর এক অফার লঞ্চ করে প্রতিযোগীদের ঘায়েল করার কাজ চালিয়ে যাচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি।
ডাটা ব্যবহারের জন্য বিশেষ JioFi লঞ্চ জকরেছিল জিও। লঞ্চের সময় নতুন JioFi ডিভাইসের দাম ছিল ১,৯৯৯ টাকা। গত বছর সেপ্টেম্বর মাসে JioFi এর বিক্রি বাড়ানোর লক্ষ্য নিয়ে ডিভাইসটির দাম কমিয়ে ৯৯৯ টাকা কিরা হয়। আর এবার নতুন JioFi ডিভাইসে ৫০০ টাকা ক্যাশব্যাক দেওয়ার সিদ্ধান্ত নিল জিও। অর্থাৎ এবার মাত্র ৪৯৯ টাকার সমতুল্য দামে JioFi ডিভাইসটি কিনে ফেলতে পারবেন।
এই অফার শুধুমাত্র নতুন JioFi ডিভাইসের ক্ষেত্রেই প্রযোজ্য। পুরনো গ্রাহকরা এই অফার ব্যবহার করতে পারবেন না। এই অফারে নতুন JioFi ডিভাইস কিনে গ্রাহককে একটি পোস্টপেড সিম কার্ড নিতে হবে। এই সিমে ১২ মাস ১৯৯ টাকার প্ল্যান ব্যবহার করতে হবে গ্রাহককে। তাহলেই বিল সাইকেলে ৫০০ টাকা ক্যাশব্যাক অ্যাডজাস্ট করে দেবে জিও।
লঞ্চ হল Samsung Galaxy On6, বিক্রি শুরু 5 জুলাই
৩ জুলাই থেকে এই অফার শুরু হয়েছে। প্রসঙ্গত জিওর ১৯৯ টাকার পোস্টপেড প্ল্যানে গ্রাহকরা মাসে 25 GB করে ডাটা পান। এর সাথেই থাকে ফ্রি আনলিমিটেড কল আর রোজ ১০০ টি SMS এর সুবিধা।
নতুন JioFi ডিভাইসে এই ক্যাশব্যাক অফারে ছাড়াও সম্প্রতি একাধিক আকর্ষনীয় অফার ঘোষনা করেছে। সম্প্রতি Jio Oppo Monsoon অফারে জিও নতুন Oppo ফোনের গ্রাহকদের ৪,৬০০ টাকার সুবিধা দিচ্ছে। এছাড়াও ৩০ জুন শেষ হয়েছে কোম্পানির ডবল ডাটা অফার। এই অফারে সব প্রিপেড প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5GB অতিরিক্ত ডাটা পেয়েছেন। আর এবার নতুন JioFi অফারে ডাটা কার্ডের বাজারে আবার ঝড় তুলতে প্রস্তুত জিও।
-
29,999
-
14,999
-
28,999
-
37,430
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
37,430
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090
-
15,500