Just In
Don't Miss
গ্যাজেট ও অ্যাপলায়েন্সে দুর্দান্ত ছাড় দিচ্ছে স্যামসাং, অফারগুলি দেখে নিন
শুরু হয়েছে স্যামসাং অ্যানিভার্সারি সেল। এই সেলে সস্তা হয়েছে স্মার্টফোন সহ বিভিন্ন গ্যাজেট ও অ্যাকসেসারিজ। ১৩ অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। অডিও ডিভাইস, টিভি, স্মার্টফোন সহ বিভিন্ন প্রোডাক্ট সস্তা হয়েছে সাত দিনের সেলে। ১৩ অক্টোবর পর্যন্ত স্যামসাং ওয়েবসাইট থেকে এই সেল চলবে।
এই সেলে স্মার্টফোনে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। স্মার্টওয়াচে থাকছে ৪৯ শতাংশ পর্যন্ত ছাড়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, আইসিআইসিআই আর অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। অ্যামাজন পে ব্যবহার করে লেনদেন করলে থাকছে ১,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
এই সেলে ২৯,৯৯৯ টাকায় পাওয়া গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এস ৯। ৩,৩৩৩ টাকা মাসিক কিস্তিতে এই ফোন পাওয়া যাবে।
৪২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে গ্যালাক্সি নোট ৯। সাথে থাকছে প্রতি মাসে ৪,৭৭৭ টাকাত কিস্তিতে এই ফোন কেনার সুযোগ।
১,৩৩,৯০০ টাকাত ৫৫ ইঞ্চি ফ্রেম ৪কেও ইউএইচডি টিভি পাওয়া যাচ্ছে মাত্র ৮৪,৯৯০ টাকায়। ৩,৫৪১ টাকা নোট কস্ট ইএমআই তে পাওয়া যাবে এই টিভি। সাথে থাকছে ৬,০০০ টাকা ক্যাশব্যাক।
২৩,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে ৪৬ মিমি স্যামসাং গ্যালাক্সি ওয়াচ। অন্যদিকে ৪২ ইঞ্চি স্যামসাং গ্যালাক্সি ওয়াচ কিনতে ১৯,৯৯০ টাকা খরচ হবে। এই দুই স্মার্ট ওয়াচে যথাক্রমে ৬,০০০ টাকা আর ৫,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
সবে ফ্লিপকার্ট আর আমাজনে প্রথম সেল শেষ হয়েছে। সপ্তাহান্তে আবার ধামাকা সেল নিয়ে আসছে আমাজন ও ফ্লিপকার্ট। আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল ২০১৯ আর ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেল ২০১৯ এ স্মার্টফোন সহ সব ধরনের গ্যাজেট সস্তা হবে। অডিও প্রোডাক্ট, টিভি, স্মার্ট ওয়াচ, অ্যাকসেসারিজ, স্মার্ট হোম প্রোডাক্ট ছাড়াও এই সেলে সস্তা হবে বিভিন্ন হোম অ্যাপলায়েন্স।
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090