Just In
Don't Miss
সিগন্যালে পাবেন না হোয়াটসঅ্যাপের এই ৯টি ফিচার
সম্প্রতি প্রাইভেসি টার্ম আপডেট করেছে হোয়াটসঅ্যাপ। এর পরেই গ্রাহকের বিভিন্ন তথ্য বিজ্ঞাপন দেখানোর কাজে ব্যবহার করবে ফেসবুক। গোপনীয়তায় আপোষ না করে অনেকেই সিগন্যাল মেসেজিং অ্যাপ ব্যবহার শুরু করেছেন। এক ধাপে অনেকটা বেড়েছে সিগল্যাল ডাউনলোড। সিগন্যালে ব্যবহারকারীর প্রাইভেসি বেশি হলেও হোয়াটসঅ্যাপের অনেক ফিচার থাকছে না। দেখে নিন সেই ফিচারগুলি।
চ্যাটে মেসেজ স্টার
যে কোন গুরুত্বপূর্ণ মেসেজ ভবিষ্যতে সহজে ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ স্টার করে রাখা যায়। এই ফিচার সিগন্যালে পাবেন না।
কন্টাক্ট অ্যাড করতে কিউআর কোড
সম্প্রতি হোয়াটসঅ্যাপে যে কোন কন্টাক্ট অ্যাড করার জন্য বিশেষ কিউআর কোড যোগ হয়েছিল। এর ফলে প্রত্যেক গ্রাহক নিজস্ব কিউআর কোড জেনারেট করতে পারেন। সিগন্যালে এই ফিচার পাবেন না।
স্ট্যাটাস আপডেট
হোয়াটসঅ্যাপের অন্যতম জনপ্রিয় ফিচার স্ট্যাটাস আপডেট। এর মাধ্যমে জীবনের বিভিন্ন মুহূর্ত বাকিদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। সিগন্যালে স্ট্যাটাস আপডেট করার সুযোগ থাকছে না।
কাস্টমাইজড ওয়ালপেপার
সম্প্রতি প্রত্যেক চ্যাটের জন্য আলাদা ওয়ালপেপার সেট করার অপশন নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। সিগন্যালে এই ফিচার থাকছে না।
হোয়াটসঅ্যাপ পেমেন্ট
কয়েক বছর কানাঘুষোর পর অবশেষে সামনে আসছে হোয়াটসঅ্যাপের পেমেন্ট ফিচার। ইউপিআই মাধ্যমের এই পেমেন্ট সিস্টেম সিগন্যালে থাকছে না।
গ্রুপ কলিং (বিটা)
হোয়াটসঅ্যাপে একাধিক ব্যক্তির সঙ্গে একসঙ্গে ভিডিও কল করা যাবে। সিগন্যালে এখনও এই ফিচার বিটা টেস্টিংয়ে রয়েছে।
লাইভ লোকেশন শেয়ারিং
হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করা সম্ভব। এর ফলে রিয়েল টাইম লোকেশন দেখা যাবে। কিন্তু সিগন্যালে এই ফিচার থাকছে না।
কে অনলাইন রয়েছে দেখা
কোন কন্টাক্ট অনলাইন থাকলে হোয়াটসঅ্যাপে তা দেখে নেওয়া যায়। সিগন্যালে এই ফিচার থাকছে না।
ডেক্সটপ সাপোর্ট
হোয়াটসঅ্যাপ ওয়েবের মতো সিগন্যালে ডেক্সটপ ব্রাউজার থেকে মেসেজিং সার্ভিস ব্যবহারের সুযোগ থাকছে না।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190