Just In
- 3 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 4 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 5 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 6 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
গেমারদের জন্য নতুন স্মার্টফোন নিয়ে এল ভিভো
ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করল ভিভো। বুধবার তরুন প্রজন্মের গেমারদের জন্য এই স্মার্টফোন নিয়ে এসেছে চিনের কোম্পানিটি। পনেরো হাজার টাকার কম দামে ভিভো যেড১ প্রো ফোনে থাকছে বিশেষ গেমিং মোড। শাওমি, রিয়েলমি ও হনর স্মার্টফোনের সাথে মিডরেন্ত বাজারে প্রতিযোগীতায় নতুন স্মার্টফোন লঞ্চ করল ভিভো।
৪ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজে ভিভো যেড১ প্রো এর দাম ১৪,৯৯০ টাকা। ৬ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজে ভিভো যেড১ প্রো এর দাম ১৬,৯৯০ টাকা। ৬ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজে ভিভো যেড১ প্রো কিনতে ১৭,৯৯০ টাকা খরচ হবে। আইসিআইআসিআই ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা এই ফোন কিনলে ৭৫০ টাকা ছাড় পাবেন। জিও গ্রাহকদের জন্য থাকছে ৬,০০০ টাকার সুবিধা।
ভিভো যেড১ প্রো স্পেসিফিকেশন
ভিভো যেড১ প্রো ফোনে রয়েছে একটি ৬.৫৩ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে। এই ফোনে থাকছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে। ভিভো যেড১ প্রো ফোনের ভিতরে থাকছে একটি স্ন্যাপড্রাগন ৭১২ চিপসেট, ৬ জিবি পর্যন্ত র্যাম আর ১২৬ জিবি পর্যন্ত স্টোতেজ।
ছবি তোলার জন্য ভিভো যেড১ প্রো ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সব শেষে থাকছে একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য ভিভো যেড১ প্রো ফোনের ডিসপ্লের নীচে থাকছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
ভিভো যেড১ প্রো ফোনে রয়েছে একটি ৫,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। সাথে থাকছে ১৮ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। সনিক ব্লু, মিরর ব্ল্যাক আর সনিক ব্ল্যাক কালারে পাওয়া যাবে ভিভো যেড১ প্রো।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190