Just In
Don't Miss
১০৮ মেগাপিক্সেল ক্যামেরার চার চারটি নতুন স্মার্টফোন নিয়ে আসছে শাওমি
সম্প্রতি শাওমির সাথে হাত মিলিয়ে নতুন ১০৮ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরা সেন্সর লঞ্চ করেছে স্যামসাং। ইতিমধ্যেই এই সেন্সর ব্যবহার করে গ্যালাক্সি এ সিরিজ স্মার্টফোন লঞ্চের ঘোষনা করেছে স্যামসাং। এবার ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সন্সর ব্যবহার করে নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষনা করল শাওমি। তবে একটা নয়, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার চার চারটি নতুন স্মার্টফোন নিয়ে আসবে বেজিং এর কোম্পানিটি। স্যামসাং এর আগেই বাজারে আসবে শাওমির ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন।
এই প্রথম কোন স্মার্টফোনে ক্যামেরায় ১০৮ মেগাপিক্সেল সেন্সর থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি ১০৮ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল ব্রাইট এইচ এম এক্স সেন্সর। সম্প্রতি মি গ্যালারি অ্যাপ থেকে এই ক্যামেরার সোর্স কোড সামনে এসেছে।
চারটিউ নতুন ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন তৈরীর কাজ ইতিমধ্যেই শুরু করেছে শাওমি। 'টুকানা’, 'ড্রাকো’, 'উই এম মি’ আর 'সি এম আই’ নামে কোম্পানির মধ্যেই এই ফোনগুলিকে ডাকা হচ্ছে। গ্যালারি অ্যাপের সোর্স কোড থেকে এই তথ্য জানা গিয়েছে। যদিও এই চার ফোনের কোন স্পেসিফিকেশন সামনে আসেনি।
সম্প্রতি প্রকাশিত্ এক রিপোর্টে জানা গিয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার চারটি স্মার্টফোনের অন্যতম মি মিক্স ৪। ইতিমধ্যেই ১০৮ মেগাপিক্সেল আইএসওসেল ব্রাইট এইচ এম এক্স সেন্সর বাণিজ্যিকভাবে তৈরী শুরু করেছে স্যামসাং। এই সেন্সরের তোলা ছবির রেসোলিউশন হবে ১২০৩২ x ৯০২৪ পিক্সেলস। একটি পিক্সেলের সাইজ ০.৮ মাইক্রন। সম্প্রতি লঞ্চ হওয়া ৬৪ মেগাপিক্সেল সেন্সরে একই আয়তনের পিক্সেল ব্যবহার হয়েছিল।
সম্প্রতি স্মার্টফোন ক্যামেরায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। ২০১৮ সালের শুরুতে স্মার্টফোনে প্রথম ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এসেছিল রেডমি নোট ৭। এর পরে চলতি বছরে লঞ্চ হওয়া বেশিরভাগ ফোনেই ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে। ৪৮ মেগাপিক্সেল সেন্সরের চারটি পিক্সেল একসাথে হয়ে দুর্দান্ত ১২ মেগাপিক্সেল ছবি তুলতে পারে এই সেন্সরগুলি। এর ফলে ছবিতে বেশি ডিটেল ধরা পরে।
সম্প্রতি ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হয়েছে রেডমি নোট ৮ প্রো। এছাড়াও রিয়েলমি এক্সটি ফোনে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। এবার সব প্রত্যাশাকে ছাপিয়ে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে এসে বাজিমাত করতে চাইছে শাওমি। তবে প্রতিযোগীরাও পিছইয়ে থাকবে না। ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার পরে স্মার্টফোন ক্যামেরার ভবিষ্যত দাঁড়িয়ে আছে ১০৮ মেগাপিক্সেল সেন্সরে।
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,990
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,899
-
34,990
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790