CES 2018: Lenovo লঞ্চ করলো নতুন স্মার্ট ডিসপ্লে

|

শুরু হয়েছে CES 2018। আর সেখানেই তাদের নতুন স্মার্ট ডিসপ্লে লঞ্চ করলো লিনোভো। নতুন Qualcomm SDA 624 চিপসেটের এই ডিসপ্লেতে চলবে গুগুল অ্যাসিসট্যান্ট। আপনার সারাদিনের কাজের শেষে আপনাকে সাহায্য করতে পারে নতুন এই স্মার্ট ডিসপ্লে।

 
CES 2018: Lenovo লঞ্চ করলো নতুন স্মার্ট ডিসপ্লে

গুগুল ডুও দিয়ে ভিডিও কলিং করা সম্ভব এই ডিসপ্লে দিয়ে। এছাড়াও ইউটিউবে ভিডিও দেখা যাবে এই ডিসপ্লে তে।

গুগুল অ্যাসিসট্যান্ট থাকার কারনে আপনার গুগুল হোমের সব কানেক্টেড ডিভাইসের হাব হিসাবে কাজ করবে এই ডিসপ্লে।

 

লেনোভো স্মার্ট ডিসপ্লের মিনিমালিস্ট লুক আপনার ঘরে আনবে এক নতুনত্বের ছোঁয়া। সফট গ্রে ও ন্যাচারাল বাম্বু এই দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্ট ডিসপ্লে। যা ম্যাচ হবে যেকোন কাঠের বা গ্রানাইটের টেবিল টপের সাথে। ডিসপ্লে টি বন্ধ করলে আপনার গুগুল ফটো থেকে সিলেক্ট করা ছবির স্লাইড শো দেখাবে এই ডিসপ্লে। ১০ ইঞ্চি মডেলের দাম ২৪৯ মার্কিন ডলার আর ৮ ইঞ্চি মডেলের দাম ১৯৯ মার্কিন ডলার।

সম্পূর্ণ সুরক্ষিত আপনার আধা ডাটাঃ জানালো UIDAIসম্পূর্ণ সুরক্ষিত আপনার আধা ডাটাঃ জানালো UIDAI

Best Mobiles in India

Read more about:
English summary
The device can also be used as video calling through Google Duo, watching videos on YouTube, managing your connected devices.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X