আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার

By Gizbot Bureau
|

ভারতে আধার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে হোটেল বুকিং প্রায় সব কাজেই এখন পরিচয় প্রমাণ করতে আধার ব্যবহার হয়। প্রত্যেক নাগরিকের জন্য রয়েছে একটি পৃথক আধার নম্বর। যা ব্যবহার করে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তবে চাইলে আপনার আধার নম্বর ব্যবহার করে অসামাজিক কাজ করতে পারে দুষ্কৃতিরা। এই কারণে আধার কার্ডের প্রতিলিপি দেওয়ার আগে সাবধান হতে হবে। এই কাজে আপনাকে সাহায্য করবে মাস্কড আধার।

 
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার

মাস্কড আধার কার্ড কী?

 

আধার কার্ডে থাকে ১২ ডিজিটের আধার নম্বর। তবে এই নম্বর অজানা মানুষের সঙ্গে শেয়ার করা বিপজ্জনক হতে পারে। এই কারণে ব্যবহার করতে পারেন মাস্কড আধার। এই আধার কার্ডে আধারের শেষ চারটি নম্বর লেখা থাকে। বাকি সব তথ্য আধার কার্ডের মতোই লেখা থাকবে।আধার নম্বর ঢেকে রাখে বলেই এই কার্ডকে মাস্কড আধার বলা হয়। ইউআইডিএআই ওয়েবসাইট থেকে মাস্কড আধার ডাউনলোড করা যাবে। ২০১৮ সালে প্রথম এই পরিষেবা নিয়ে হাজির হয়েছে আধার নিয়ামক সংস্থা।

আধারের মাধ্যমে ইন্টারনেটে কেওয়াইসি করলে মাস্কড আধার ব্যবহার করতে পারেন। এছাড়াও হোটেলে চেক ইনের সময় অথবা সিনেমা হলে আধার কার্ড চাইলে ব্যবহার করতে পারেন মাস্কড আধার। এই আধার কার্ডে সব তথ্য ঠিকঠাক দেখালেও সম্পূর্ণ আধার নম্বর দেখা যাবে না। আধার নম্বরের শেষ চারটি ডিজিট দেখতে পাবেন। ফলে কোন ভাবেই আধারের অপব্যবহার সম্ভব হবে না।

মাস্কড আধার ডাউনলোড করবেন কীভাবে?

ইউআইডিএআই ওয়েবসাইট ওপেন করুন

১২ ডিজিট আধার নম্বর দিন

এবার 'আই ওয়ান্ট মাস্কড আধার’ অপশন সিলেক্ট করুন

ক্যাপচা কোডের মাধ্যমে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন

'সেন্ড ওটিপি’ সিলেক্ট করুন

ফোনে আসা ওটিপি দিয়ে 'ডাউনলোড আধার’ অপশন বেছে নিন

আধার ডাউনলোড হলে তা সেভ করুন

চাইলে প্রিন্ট করে রাখতে পারেন

Best Mobiles in India

Read more about:
English summary
Masked Aadhaar Explained: What Is It And How Is It Safer?

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X