Just In
Don't Miss
তরুন প্রজন্মের কথা মাথায় রেখে সম্পূর্ণ নতুন ডিজাইনের টিভি নিয়ে এল স্যামসাং
টিভির দুনিয়ায় অন্যতম সেরা নাম স্যামসাং। নিজেদের ডিসপ্লে প্যানেল ব্যবহার করে নিয়মিত নতুন টিভি লঞ্চ করে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। প্রিমিয়াম সেগমেন্টে স্যামসাং টিভির কদর বরাবর। সম্প্রতি বাজেট সেওগমেন্টেও ভারতে একাধিক স্মার্ট টিভি লঞ্চ করেছে কোম্পানিটি। এই সপ্তাহে প্রিমিয়াম সেগমেন্টে একাধিক নতুন টিভি লঞ্চ করেছে বিশ্বের বৃহত্তম কনসিউমার ইল্কেকট্রনিক ব্র্যান্ড। এর মধ্যে রয়েছে কিছু ভার্টিকাল টিভি। অর্থাৎ এই টিভিগুলি ভার্টিকালি দেখা যাবে।
কোম্পানি জানিয়েছে স্মার্টফোনের দৌলতে নতুন প্রজন্মের ছেলেমেয়েছে ভার্টিকাল স্ক্রিন দেখে অভ্যস্থ। ইউটিউব, ইন্সটাগ্রাম, ফেসবুক, স্ন্যাপচ্যাট, এর মতো অ্যাপ গুলি থেকে ভার্টিকাল টিভিতে দেখা যাবে।
স্যামসাং সেরো সিরিজের অধীনে এই ভার্টিকাল টিভিতে ৪.১ চ্যানেল ৬০ ওয়াট স্পিকার থাকবে। প্রিমিয়াম টিভির সব ডিজাইন মজুত থাকবে সেরো সিরিজে। বিক্সবি ভয়ে অ্যাসিস্ট্যান্টের জন্য এই টিভিতে একটি বিল্ট ইন মাইক্রোফোন থাকছে।
আপাতত শুধুমাত্র দক্ষিণ কোরিয়ায় এই টিভি লঞ্চ করবে স্যামসাং। কোম্পানি জানিয়েছেন ১.৮৯ কোটি ওন থেকে এই টিভিগুলির দাম শুরু হবে।
সম্প্রতি ভারতে বাজেট সেগমেন্টে একাধিক নতুন টিভি লঞ্চ করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ৩২ ইঞ্চি থেকে ৮২ ইঞ্চি ডিসপ্লে সাইজে এই টিভি গুলি পাওয়া যাবে। ৩২ ইঞ্চি টিভির দাম শুরু হচ্ছে ২৪,৯০০ টাকা থেকে। ৮২ ইঞ্চি টিভি কিনতে খরচ হবে ১৫ লক্ষ টাকা। সম্প্রতি ভারতে চিনা কোম্পানিগুলির স্মার্ট টিভির জনপ্রিয়তা বেড়েছে। কম দামে দুর্দান্ত ফিচার দিয়ে ভারতের গ্রাহকের মন কেড়েছে শাওমি, ভু, টিসিএল এর মতো চিনা কোম্পানিগুলি। নতুন আটটি টিভি লঞ্চ করে এই টিভিগুলির সাথে সরাসরি প্রতিযোগিতায় নামলো দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ভারতে তৈরী এই টিভিগুলি 'আনবক্স ম্যাজিক এভ্রিডে’ সিরিজের অধীনে লঞ্চ হয়েছে।
৩২ ইঞ্চি মডেলে থাকছে এইচ ডি ডিসপ্লে। ৮২ ইঞ্চি মডেলে থাকছে ৪কে ডিসপ্লে। খুব সহজেই এই টিভিতে ক্লাউড থেকে দকুমেন্ট ডাউনলোড করে এডিট করা যাবে। এই টিভি থেকে বাড়িতে বসেই অফিসের কম্পিউটার কন্ট্রোল করা যাবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190