Just In
- 3 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 3 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 5 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 6 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
কোন নথি ছাড়াই আধার কার্ডের ঠিকানা আপডেট করবেন কীভাবে?
আধার কার্ডের ঠিকানা আপডেট করার কথা ভাবছেন? যদিও ঠিকানা আপডেট করার জন্য আপনার কাছে পর্যাপ্ত নথি নেই? কোন নথি ছাড়াই অনলাইনে অনুরোধের মাধ্যমে আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের আবেদন জানানো যাবে।
কোন নথি ছাড়াই আধার কার্ডের ঠিকানা আপডেট করবেন কীভাবে? দেখে নিন।
স্টেপ ১। ইউআইডিএআই অফিশিয়াল ওয়েবসাইট uidai.gov.in ওপেন করুন।
স্টেপ ২। এবার 'অ্যাড্রেস ভেরিফিকেশন লেটার’ সিলেক্ট করুন। 'মাই আধার’ মেনুতে এই অপশন পাবেন।
স্টেপ ৩। এবার একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে 'রিকুয়েস্ট ফর অ্যাড্রেস ভ্যালিডেশন লেটার’ ওপেন করুন। এবার ১২ ডিজিট আধার নম্বর অথবা ১৬ ডিজিটের ভিআইডি ব্যবহার করে লগ ইন করুন।
স্টেপ ৪। এবার ক্যাপচা কোড দিয়ে ওটিপি পাঠানোর অনুরোধ করুন।
স্টেপ ৫। এবার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা মোবাইল নম্বর ওটিপি দিয়ে লগ ইন করুন।
স্টেপ ৬। লগ ইন করার পরে যে ব্যক্তি আপনার ঠিকানা যাচাই করবেন তার আধার নম্বর দিন।
স্টেপ ৭। এবার সেই ব্যক্তির অনুমতি চাইতে তার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি এসএমএস যাবে।
স্টেপ ৮। যাচাই কারী এসএমএসে থাকা লিঙ্কে ক্লিক করলে একটি ওটিপি পাবেন।
স্টেপ ৯। যাচাই কারীর মোবাইলে যাওয়া ওটিপি দিয়ে ক্যাপচা দিন।
স্টেপ ১০। এই প্রক্রিয়া শেষ হলে আপনি নিজের মোবাইলে এসএমএসের মাধ্যমে একটি সার্ভিস রিকুয়েস্ট নম্বর পাবেন।
স্টেপ ১১। এবার 'এসআরএন’ ব্যবহার করে লগ ইন করুন। এর পরে ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে সাবমিট করুন।
স্টেপ ১২। নতুন ঠিকানা লিখে সেভ করুন।
স্টেপ ১৩। আবার ডিক্লারেশনে ক্লিক করে সাবমিট বাটন সিলেক্ট করুন।
স্টেপ ১৪। এবার যাচাই কারীর ঠিকানায় ডাকের মাধ্যমে একটি অ্যাড্রেস ভেরিফিকেশন লেটার পাবেন। সেখানে থাকবে একটি গোপন কোড।
স্টেপ ১৫। আবার ইউআইডিএআই ওয়েবসাইট ওপেন করে 'প্রসিড রি আপডেট অ্যাড্রেস’ সিলেক্ট করুন।
স্টেপ ১৬। এবার সিক্রেট কোডের মাধ্যমে লগ ইন করে ঠিকানা আপডেট করুন।
সঠিক নথি ব্যবহার করে আধার কার্ডের ঠিকানা আপডেট করবেন কীভাবে?
স্টেপ ১। আধার সেলফ সার্ভিস পোর্টালে লগ ইন করে প্রসিড টু আপডেট অ্যাড্রেস সিলেক্ট করুন।
স্টেপ ২। আধার নম্বর ব্যবহার করে ওটিপির মাধ্যমে লগ ইন করুন।
স্টেপ ৩। সঠিক নথি থাকলে 'প্রসিড টু আপডেট অ্যাড্রস’ সিলেক্ট করুন।
স্টেপ ৪। ১২ ডিজিট আধার নম্বর ব্যবহার করে 'সেন্ড ওটিপি’ সিলেক্ট করুন।
স্টেপ ৫। রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপি ব্যবহার করে লগ ইন করুন।
স্টেপ ৬। এবার নরুন ঠিকানা আপডেট করতে 'আপডেট অ্যাড্রেস ভায়া অ্যাড্রেস প্রুফ’ সিলেক্ট করুন।
স্টেপ ৭। এবার 'প্রুফ অফ অ্যাড্রেস’ নিজের ঠিকানা দিন।
স্টেপ ৮। প্রমাণ হিসাবে কোন নথি ব্যবহার করছেন সিলেক্ট করুন।
স্টেপ ৯। প্রমাণ হিসাবে নথির স্ক্যান কপি আপলোড করুন।
স্টেপ ১০। শেষ হলে আপনাকে একটি ১৪ ডিজিটের ইউআরএন দেওয়া হবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190