Just In
ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে ইউজার আইডি বদল করবেন কীভাবে?
ভারতে শুরু হয়েছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের বিটা টেস্টিং। বিটা ভার্সনে গ্রাহক চাইলে নিজের পাবজি মোবাইল গেমের অ্যাকাউন্ট ইমপোর্ট করে এই গেম খেলা শুরু করতে পারেন। যদিও সেই ক্ষেত্রে পাবজি গেমে যে ইউজার নেম সেট ছিল সেই নামেই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া খেলা শুরু করতে হবে।

যদিও এখানেই আপত্তি তুলেছেন অনেক খেলোয়াড়। নতুন গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ায় নতুন ইউজার আইডি নিয়ে খেলা শুরু করতে চাইছেন তারা। ইউজার নেম বদল করার জন্য রিনেম কার্ড ব্যবহার করা যাবে। এই প্রতিবেদনে দেখে নি রিনেম কার্ড ব্যবহার করে কীভাবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে ইউজার আইডি বদল করবেন?
ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে ইউজার আইডি বদল করবেন কীভাবে?
স্টেপ ১। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ওপেন করুন। এবার গেমের ইনভেনটরি সেকশনে যান।
স্টেপ ২। ডান দিকে নীচে শেষ আইকন সিলেক্ট করুন। একটি প্যাকেজ বক্সের আইকন দেখতে পাবেন।
স্টেপ ৩। এখানে স্ক্রোল ডাউন করে "রিনেম কার্ড” খুঁজে নিন।
স্টেপ ৪। রিনেম কার্ড খুঁজে পাওয়ার পরে এর উপরে থাকা ইউজ বাটন সিলেক্ট করুন।
স্টেপ ৫। এবার আপনার নতুন ইউজার আইডি জানতে চাইবে এই গেম। এখানে নতুন ইউজার আইডি দিন।
স্টেপ ৬। সব শেষে "ওকে” সিলেক্ট করুন। ইতিমধ্যেই এই ইউজারনেম অন্য কোন খেলোয়াড় নিয়ে থাকলে গেম আপনাকে এরর দেখাবে। একবারের বেশি ইউজার আইডি বদল করতে চাইলে ইন গেম শপে ১৮০ ইউসি দিয়ে পুনরায় রিনেম কার্ড কিনতে পারবেন।
এইভাবে খুব সহজ উপায়ে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে আপনি নিজের ইউজার আইডি বদল করতে পারবেন। ক্রাফটন জানিয়েছে একদিনে সর্বোচ্চ একবার ইউজার আইডি বদল করা যাবে। সব গ্রাহককে একটি রিনেম কার্ড বিনামূল্যে দেওয়া হচ্ছে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470