Just In
কিভাবে ডাউনলোড করবেন ইউটিউব ভিডিও?
ভালো ইন্টারনেট কানেকশান না থাকলে ইউটিউবে ভিডিও দেখা সম্ভব না। তাই ভালো ইন্টারনেট কানেকশানে থাকার সময় পছন্দের ভিডিওগুলি ডাউনলোড করে রাখলে পরে ইন্টারনেট কানেকশান না থাকলেও দেখে নিতে পারবেন ভিডিওগুলি। আসুন দেখে নি কিভাবে ডাউনলোড করবেন ইউটিউব ভিডিওগুলি। কিন্তু মাথায় রাখবেন এই টিউটোরিয়াল শুধুমাত্র ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখার জন্য। কোনভাবে কপিরাইট আইন লঙ্ঘন করা এই পোস্টের উদ্দেশ্য নয়।

মোবাইলে কিভাবে ব্যাবহার করবেন ইউটিউব ভিডিও?
ইউটিউবের অফিশিয়াল অ্যাপ ব্যাবহার করে আপনি মোবাইল ডিভাইসে ডাউনলোড করে নিতে পারেন যে কোন ভিডিও। আসুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতি,
১. আপনার স্মার্টফোনে ইউটিউব অ্যাপটি ওপেন করুন।
২. যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটি ওপেন করুন।
৩. ভিডিও টাইটেলের নিচে আপনি একটি ডাউনলোড অপশান দেখতে পাবেন।
৪. ডাউনলোডে ট্যাপ করলে ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে। পরে যে কোন সময় ইউটিউব অ্যাপ খুলে আপনি দেখতে পারবেন সেই ভিডিও।
যদিও সব ভিডিওতে এই ডাউনলোড অপশান দেখা যায় না। এছাড়াও সব ফোনে ডাউনলোড করা যায় না ইউটিউব ভিডিও। এছাড়াও আপনি যদি নিজের কম্পিটারে ডাউনলোড করতে চান নিজের পছন্দের ভিডিও তবে পড়তে থাকুন এই প্রতিবেদন।
ইউন্ডোজ, ম্যাক ও লিনাএক্স কম্পিউটারে কিভাবে ডাউনলোড করবেন ইউটিউব ভিডিও?
উইন্ডোজ, ম্যাক ও লিনাক্সে ইউটিউব ভিডিও ডাউনলোডের জন্য রয়েছে একটি বিশেষ ফ্রি অ্যাপ। অ্যাপটির নাম 4K Video Downloader। আসুন দেখে নি এই অ্যাপের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন ইউটিউব ভিডিও।
১. 4K Video Downloader ডাউনলোড করুন।
২. যে ইউটিউব ভিডিওটি ডাউলোড করতে চান তার URL টি কপি করুন।
৩. এবার 4K Video Downloader অ্যাপটি খুলে সেখানে লিঙ্কটি পেস্ট করে দিন।
৪. এবার এই অ্যাপ আপনাকে সেই ভিডিও ডাউনলোডের জন্য বিভিন্ন রেসোলিউশান অপশান জানাবে। আপনার পছন্দের রেসোলিউশানটি সিলেক্ট করে কম্পিউটারে কোথায় তা সেভ করবেন সিলেক্ট করে ডাউনলোড অপশানে ক্লিক করে দিন।
ওয়েব ব্রাউজার থেকে কিভাবে ডাউনলোড করবেন ইউটিউব ভিডিও?
উপরের অ্যাপটি আপনি যদি ইন্সটল করতে না পারেন তবে ওয়েব ব্রাউজার থেকে সরাসরি ডাউনলোড করা যায় ইউটিউব ভিডিও। আসুন দেখে নি কিভাবে ওয়েব ব্রাউজার থেকে ডাউনলোড করবেন ইউটিউব ভিডিও,
১. vdyoutube.com ওয়েবসাইটটি ওপেন করুন।
২. যে ইউটিউব ভিডিওটি ডাউলোড করতে চান তার URL টি কপি করুন।
৩. এবার VDYouTube এর উপরে বক্সে ওই URL পেস্ট করে গো তে ক্লিক করুন।
৪. এবার লাল ডাউনলোড বাটনে ক্লিক করুন।
৫. এবার যে ফর্মাটে ডাউনলোড করতে চান তা সিলেক্ট করে ডাউনলোড শুরু করুন।
তবে এই পদ্ধতিতে শুধুমাত্র 720p পর্যন্ত ভিডিও ডাউনলোড করা যায়। এর থেকে বেশি কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে গেলে শব্দ ছাড়া ভিডিও ডাউনলোড হবে এই ওয়েবসাইট থেকে। তবে অ্যানড্রয়েড ও iOS ডিভাইসে কাজ করবে না এই ওয়েবসাইট।
অ্যানড্রয়েড বা iOS ডিভাইসে এই পদ্ধতিতে ইউটিউব ভিডিও ডাউওলোড করতে হলে en.savefrom.net ওয়েবসাইট ওপেন করে একই পদ্ধতি ফলো করুন।
মে মাসে ভারতে লঞ্চ হবে অ্যাপেল ওয়াচ সিরিজ ৩ সেলুলার এডিশান
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086