Just In
- 3 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 4 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 5 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 6 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
পেটিএম থেকে বিনা খরচে গ্যাস বুক করবেন কীভাবে?
এবার পেটিএম অ্যাপ থেকে ভারতে এলপিজি গ্যাস বুক করা যাবে। সম্প্রতি এই ঘোষণা করেছে জনপ্রিয় অ্যাপটি। ইন্ডেন ও ভারত গ্যাসের সঙ্গে হাত মিলিয়ে এই পরিষেবা শুরু করেছে পেটিএম। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে সব গ্রাহক একবার এই পরিষেবা ব্যবহার করে গ্যাস বুক করছেন তারা আবার গ্যাস বুক করতে পেটিএম অ্যাপে ফিরে আসছেন।
'এটা আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ পরিষেবা। জরুরি পরিষেবাকে ডিজিটালাইজ করতে নতুন এই ফিচার এক নতুন দিগন্ত দেখিয়েছে। চলতি আর্থিক বছরের শেষে আমরা এক কোটি গ্যাস সিলিন্ডার বুকিংয়ের লক্ষমাত্রা রেখেছি।' বলেন পেটিএম-এর ভাইস প্রেসিডেন্ট নরেন্দ্র যাদব।
কোন অতিরিক্ত খরচ ছাড়াই পেটিএম অ্যাপ ব্যবহার করে গ্যাস সিলিন্ডার বুক করবেন কীভাবে? দেখে নিন।
স্টেপ ১। পেটিএম অ্যাপ ওপেন করে লগ ইন করুন। এখানে গ্যাস বুকিংয়ের অপশন দেখতে পাবেন।
স্টেপ ২। এর পরে বুক করার অপশনে গিয়ে গ্যাস প্রোভাইডার সিলেক্ট করতে হবে। এর পরে কনসিউমার আইডি অথবা মোবাইল নম্বর দিন। গ্যাস অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেটাই দিতে হবে।
স্টেপ ৩। এর পরেই গ্যাস এজেন্সি সিলেক্ট করে 'প্রসিড' বাটন সিলেক্ট করে গ্যাসের দাম দিয়ে দিন। এর পরে পেমেন্ট মোডে গেলেই আপনি গ্যাস বুক করে ফেলবেন।
এর পরে সহজেই পেটিএম ব্যবহার করে গ্যাস সিলিন্ডারের পেমেন্ট করতে পারবেন। এছাড়াও পেটিএম অ্যাপ থেকে মোবাইল রিচার্জ, ইলেকট্রিক ও অন্যান্য বিল পেমেন্ট, হোটেল, ফ্লাইট ও অন্যান্য বুকিং সহ বিভিন্ন পরিষেবা ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই জলের বিল, পাইপ গ্যাস সহ বিভিন্ন বিল পেমেন্টের সুবিধা নিয়ে হাজির হয়েছে পেটিএম।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190