Just In
জিও পোস্টপেড থেকে প্রিপেডে আসবেন কীভাবে? দেখে নিন
ভারতের টেলিকম গ্রাহকদের জন্য পোস্টপেড ও প্রিপেড পরিষেবা প্রদান করে জিও। টেলিকম দুনিয়ায় এয়ারটেল, ভোডাফোন ও বিএসএনএল-এর সঙ্গে জোর টক্কর দিচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি। সম্প্রতি পোস্টপেড প্ল্যানগুলি ঢেলে সাজিয়েছিল মুম্বাইয়ের কোম্পানিটি। মাত্র ১৯৯ টাকা মাসিক রেন্টালের পোস্টপেড প্ল্যান নিয়ে এসেছিল জিও। পোস্টপেড কানেকশনে প্রত্যেক মাসের শেষে মোবাইলের বিল আসে। অন্যদিকে প্রিপেড গ্রাহকদের পরিষেবা ব্যবহারের আগেই টাকা দিতে হয়। আপনি যদি জিওর পোস্টপেড কানেকশন ব্যবহার করেন তবে অনলাইনেই আপনার পোস্টপেড প্রিপেড করার আবেদন জানাতে পারবেন। চাইলে জিও স্টোরে গিয়েও করা যাবে এই কাজ।

জিও পোস্টপেড থেকে প্রিপেডে যাওয়ার উপায়
প্রিপেড প্ল্যানে ভ্যালিডিটি শেষ হলে রিচার্জ না করলে পরিষেবা বন্ধ হয়ে যাবে, ১০ টাকা থেকে বিভিন্ন প্রিপেড রিচার্জের মাধ্যমে পরিষেবা চালিয়ে যাওয়া যাবে। কীভাবে আপনার জিও পোস্টপেড নম্বর প্রিপেড করবেন? দেখে নিন
স্টেপ ১। জিওর ওয়েবসাইট (https://www.jio.com/en-in/jio-postpaid-prepaid-home-delivery-book-appointment.html) ওপেন করে আপনার নাম ও পোস্টপেড নম্বর এটার করুন।
স্টেপ ২। জেনারেট ওটিপি সিলেক্ট করে পোস্টপেড নম্বরে আসা ওটিপি দিয়ে ভ্যালিডেট করুন।
স্টেপ ৩। এর পরে 'পোর্ট টু জিও’ সিলেক্ট করুন।
স্টেপ ৪। এবার আপনার সিম কার্ডে ডেলিভারির ঠিকানা দিয়ে সাবমিট করুন।
স্টেপ ৫। ৩-৪ দিনের মধ্যে একজন জিওর প্রতিনিধি আপনার বাড়িতে এসে কেওয়াইসি করে যাবেন। এই জন্য আপনার একটি আইডি ও ঠিকানার প্রমাণ প্রয়োজন হবে। এই জন্য আধার কার্ড, ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করা যাবে।
স্টেপ ৬। এছাড়াও নিকটবর্তী জিও স্টোরে গিয়ে কেওয়াইসি সাবমিট করে আপনার জিও পোস্টপেড নম্বরকে প্রিপেড করতে পারবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470