Just In
অ্যানড্রয়েড ফোনে ‘স্মার্ট কম্পোজ’ শুরু করবেন কীভাবে?
গত কয়েক বছরে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সে বিপ্লব এসেছে। স্মার্টফোন ও অন্যান্য প্রযুক্তিগত দুনিয়াকে আমুল বদলে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স আর মেশিন লার্নিং। আজকাল বেশিরভাগ কাজ কম্পিউটার বা স্মার্টফোন নিজে থেকেই সি দ্ধান্ত নিতে শিখেছে। সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে একের প এক চমকপ্রদ সার্ভিস লঞ্চ করেছে গুগল। কোম্পানির অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ও অন্যান্য অ্যাপে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ব্যবহার বিশ্বব্যাপী স্মার্টফোন গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতা বদলে দিয়েছে।

সম্প্রতি জিমেলে 'স্মার্ট কম্পোজ’ নামে একটি ফিচার যোগ হয়েছে। এই ফিচারে ইমেল কম্পোজ করার সময় পরবর্তী শব্দ অনুমান করতে পারে গুগল। আগে গিমেল ডেস্কটপে এই ফিচার যোগ হলেও সম্প্রতি অ্যানড্রয়েড ফোনে এই ফিচার এসেছে।
নিজের অ্যানড্রয়েড ফোনে 'স্মার্ট কম্পোজ’ কীভাবে এনেবেল করবেন? দেখে নিন
যা যা চাই
একটি গুগল অ্যাকাউন্ট।
আপডেটেড গিমেল অ্যাপ
আপডেটের পরে জিমেল নিজে থেকেই স্মার্ট কম্পোজ এনেবেল করার অপশান দেবে। নতুন ইমেল কম্পোজ করার সময় এই অপশান স্ক্রিনে আসবে।
তাই নতুন এই ফিচার অ্যাক্টিভ করার জন্য জিমেল ওপেন করে ডান দিকে নীচে '+’ বাটনে ক্লিক করুন। তবে সেটিংস এ গিয়েও ম্যানুয়ালি 'স্মার্ট কম্পোজ’ অয়াক্টিভ বা ডিঅ্যাক্টিভ করা যাবে। দেখে নিন কীভাবে?
স্টেপ ১। জিমেল অ্যাপ ওপেন করে বাঁ দিকে উপরে তিনটি দাগে ট্যাপ করুন।
স্টেপ ২। এবার সেটিং সিলেক্ট করুন।
স্টেপ ৩। গেনারেল সেটিংস এর নীচে 'স্মার্ট কম্পোজ’ অপশান খুঁজে পাবেন।
স্টেপ ৪। ডান দিকে অন/অফ বাটনে ট্যাপ করে স্মার্ট কম্পোজ ফিচার চালু অথবা বন্ধ করতে পারবেন।
এতোদিন শুধুমাত্র কম্পিউটার থেকে স্মার্ট কম্পোজ ব্যবহার বকরা গেলেও নতুন আপডেটে অ্যানড্রয়েড ফোন থেকেও এই ফিচার ব্যবহার করা যাবে। এই ফলে ইংরাজিতে আরও জলদি ইমেল কম্পোজ করা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470