Just In
বাড়ি বসে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স জানবেন কীভাবে?
কর্মীর প্রভিডেন্ট ফান্ডের (EPF) টাকা জমা পরে ইউনিভার্সাল একাউন্ট নম্বর (UAN) অ্যাকাউন্টে। বিভিন্ন অফিসের কর্মীদের আয় করের হাত থেকে বাঁচাতে ও দীর্ঘ মেয়াদী সঞ্চয় এর জন্য প্রভিডেন্ট ফান্ডে টাকা দেওয়া হয়। মাস মাইনে থেকে এই টাকা কেটে নেওয়া হলেও অনেকেই জানেন না কোথায় গিয়ে জমা হয় সেই টাকা। এই প্রতিবেদনে শুরুতে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর কিভাবে অ্যাক্টিভেট করতে হয় জেনে নিয়ে প্রভিডেন্ট ফান্ডের টাকা জানার উপায় দেখে নেব। এর জন্য কোন সরকারি অফিসে ছোটাছুটি করতে হবে না। বাড়ি অথবা অফিসে বসে অনলাইনে এই গোটা প্রক্রিয়া করা যাবে।

UAN খুঁজে পাবেন কীভাবে?
সাধারণত আপনার পে স্লিপে UAN পেয়ে যাবেন। সেখানে না থাকলে অফিসের ফিন্যান্স ডিপার্টমেন্ট এ যোগাযোগ করে নিজের UAN জেনে নিতে পারবেন।
UAN অ্যাক্টিভেট করবেন কীভাবে?
আগে কখনো নিজের প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স না দেখে থাকলে শুরুতে UAN অ্যাকাউন্ট এক্টিভেট করতে হবে।
স্টেপ ১। https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ ওয়েবসাইটে লগ ইন করুন
স্টেপ ২। ওয়েবসাইটে ডান দিকে নীচে অ্যাকটিভেট UAN অপশান সিলেক্ট করুন।
স্টেপ ৩। এরপর নিজের UAN, নাম, জন্মদিন, মোবাইল নম্বর ও ক্যাপচা টেক্সট দিয়ে ' Get Authorization Pin’ সিলেক্ট করুন।
স্টেপ ৪। মোবাইলে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) দিন।
স্টেপ ৫। EPFO পেজ ভেরিফাই করে 'I Agree’ সিলেক্ট করুন।
স্টেপ ৬। আবার ফোন থেকে OTP দিয়ে 'Validate OTP and Activate UAN’ সিলেক্ট করুন।
এরপরে আপনার UAN অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনার মোবাইল নম্বরে পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। এই ঘটনার ৬ ঘন্টা পরে আপনি EPFO পোর্টালে গিয়ে নিজের প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স দেখে নিতে পারবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470