Just In
নিজের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ স্টিকার বানিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানাবেন কীভাবে?
সম্প্রতি হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে স্টিকার ফিচার। ইতিমধ্যেই গ্রাহকের মন কেড়েছে নতুন এই ফিচার। স্টিকার গ্যালারি থেকে বিভিন্ন স্টিকার প্যাক ডাউনলোড করা গেলেও চাইলে হোয়াটসঅ্যাপে নিজের স্টিকার বানিয়ে নেওয়া যায়। ইতিমধ্যেই অগুনিত স্টিকার প্যাক ডাউনলোড করা যাচ্ছে। তবে মেজেসে নিজস্বতার ছোঁয়া দিতে প্রয়োজন নিজের তৈরী স্টীকার। সেখানে নিজের তোলা যে কোন ছবি ব্যবহার করা যাবে।

নতুন বছরে সবার থেকে আলাদা ভাবে প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে নিজের ফোনের গ্যালারি থেকে ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে স্টিকার বানিয়ে নিতে পারেন। খুব সহজেই এই কাজ করা যাবে। সবার থেকে আলাদা হয়ে নিজের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে স্টীকার বানাতে নীচের পদ্ধতি অনুসরন করুন।
স্টেপ ১। গুগল প্লে স্টোর থেকে যে কোন ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ ডাউনলোড করুন।
স্টেপ ২। ক্যামেরা ওপেন করে যে ছবি স্টিকারে ব্যবহার করতে চান সেটি তুলুন।
স্টেপ ৩। এবার ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ ওপেন করে ছবিটি সিলেক্ট করুন।
স্টেপ ৪। ছবির ব্যাকগ্রাউন্ড ডিলিট করুন।
স্টেপ ৫। তিনটি আলাদা স্টিকার তৈরী করুন। যে কোন স্টিকার প্যাকে অন্তত তিনটি স্টিকার থাকা বাধ্যতামুলক।
স্টেপ ৬। প্লে স্টোর থেকে 'Personal App for WhatsApp’ অ্যাপটি ডাউনলোড করুন।
স্টেপ ৭। অ্যাপটি ওপেন করলে তা নিজে থেকেই নতুন স্টিকার ডিটেক্ট করে নেবে।
স্টেপ ৮। এবার স্টিকারের পাশে 'অ্যাড’ বাটনে ট্যাপ করুন।
স্টেপ ৯। পপ্ আপ উইন্ডোতে 'অ্যাড’ সিলেক্ট করুন।
স্টেপ ১০। হোয়াটসঅ্যাপে ফিরে গিয়ে একটি চ্যাট উইন্ডো ওপেন করুন।
স্টেপ ১১। 'ইমোজি’ আইকন সিলেক্ট করুন।
স্টেপ ১২। 'স্টিকারস’ অপশানে যান।
স্টেপ ১৩। নিজের তৈরী স্টিকারে ট্যাপ করে সেন্ড করে দিন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470