ডিলিটেড হোয়াটসঅ্যাপ মেসেজ পড়বেন কীভাবে

By Sabyasachi Chakraborty
|

২০০৯ সালের পর হোয়াটসঅ্যাপের বয়স আট বছর হয়ে গেল। গত আট বছরে অজস্র ফিচার অ্যাড হয়েছে হোয়াটসঅ্যাপে। স্টেটাস, ভিডিও, ভয়েস কলের মতো আরও অনেক কিছু। সম্প্রতি হোয়াটসঅ্যাপ আরও একটি ফিচার্স নিয়ে এসেছে। পোস্ট করেও 'Delete for Everyone' অপশনে তা মুছে দেওয়া যায়।

ডিলিটেড হোয়াটসঅ্যাপ মেসেজ পড়বেন কীভাবে

ভুলভাল মেসেজ পোস্ট হলে বা রং গ্রুপে পোস্ট হলে এই ফিচার্স বেশ সুবিধার। কিন্তু এবার সেই ডিলিটেড মেসেজও হ্যাক করা যায়। এরজন্য ডিভাইসের কোনও চেঞ্জ দরকার নেই, রুট করাও নিষ্প্রয়োজন। হ্যাক করতে হলে শুরুতেই মাথায় রাখবেন, আপনার ফোনে যাতে লেটেস্ট ভার্সানের হোয়াটসঅ্যাপ থাকে।

ধাপ ১- 'Notification History’ বলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন।

ধাপ ২- পারমিশন চাইলে, তাতে ট্যাপ করে দিন

ধাপ ৩- এখন আপনি যখন হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ রিসিভ করবেন, লগ ফরম্যাটে নোটিফিকেশন হিস্ট্রি অ্যাপ আপনাকে সেই সব জানাতে থাকবে।

ধাপ ৪- লগে ট্যাপ করলে ক্যারেক্টার লিমিট সহ মেসেজ মিলবে।

ধাপ ৫- যদি সেন্ডার কখনও হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করে দেয়, নোটিফিকেশন হিস্ট্রি অ্যাপ কিন্তু তখনও নোটিফিকেশন দেখাতেই থাকবে।

ধাপ ৬- ডিলিটেড মেসেজ ছাড়াও, কখন মেসেজটি হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করা হয়েছিল, সেটিও দেখিয়ে দেবে নোটিফিকেশন হিস্ট্রি।

এবার যারা মেসেজ ডিলিট করতে এখনও সরগর হননি, তাদের জন্য একবার delete for everyone-এর বিষয়টি জানিয়ে দিই।

ধাপ ১- এই ফিচার্সের জন্য হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সান দরকার। রেসিপিয়েন্ট, মানে যাঁকে পাঠাচ্ছেন, তারও হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সান থাকতে হবে।

ধাপ ২- যে মেসেজটি ডিলিট করতে চাইছেন, সেটি ট্যাপ করুন।

ধাপ ৩- স্ক্রিনের ওপরে ডিলিট আইটেম ট্যাপ করুন।

ধাপ ৪- ডায়ালগ বক্সে অপশন আসবে delete for everyone, ট্যাপ করুন

ধাপ৫ –মেসেজ এরপরেই ডিলিট হয়ে যাবে।

আধার নম্বরের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক হয়েছে? জানবেন কীভাবেআধার নম্বরের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক হয়েছে? জানবেন কীভাবে

Best Mobiles in India

Read more about:
English summary
It's been eight years since the launch of Whatsapp in the year 2009. Till now, the app has been added with lots of features on the way including posting status, voice calls, video calls and many. Check out the tips for on how to read deleted WhatsApp messages

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X